Question:ধারে মাল বিক্রয় করার সময় বিক্রেতা মালের বিবরণ লিপিবদ্ধ করে কাগজখানি মালের সাথে ক্রেতার নিকট পাঠিয়ে দেন। বিক্রেতার নিকট িইহা-
A অন্ত চালান
B বহিঃচালান
C ভাউচার
D ক্যাশ মেমো
/226
+ Answer
B
+ Explanationধারে মাল বিক্রয় করার সময় বিক্রেতা মালের বিবরণ লিপিবদ্ধ করে মালের সাথে যে বিবরণটি প্রদান করে তা বিক্রেতার নিকট বতিঃচালান ও ক্রেতার নিকট আন্তঃচালান হিসেবে গণ্য হয়। কারণ বিক্রেতার কাছ থেকে মালের সাথে সাথে ক্রেতার নিকট চলে যায়।