Question:নির্দিস্ট হিসাব কালের সঠিক আয়-ব্যয় নির্ণয়ের জন্য যে জাবেদা করা হয়-
A সমন্বয় জাবেদা
B সাধারণন জাবেদা
C সমাপনী জাবেদা
D প্রারম্ভিক জাবেদা
/226
+ Answer
A
+ Explanationনির্দিস্ট হিসাবকালের সঠিক আয়-ব্যয় নির্ণয়ের জন্য সমন্বয় জাবেদার প্রয়োজন হয়। নির্দিষ্ট হিসাবকালের আয় বা ব্যয় থেকে পূর্ববর্তী বা পরবর্তী হিসাবকালের আয়-ব্যয় সমন্বয় করে প্রস্তুত করা আয়-ব্যয় নির্ণয় করা হয়ে থাকে।