প্রশ্নটিতে বিক্রয়মূল্য ২০,০০০ টাকা এবং কারবারি বাট্টা ১০% অতএব, কারবারি বাট্টার পরিমাণ= ২০০০ x ১০% = ২,০০০ টাকা। অতএব, নগদ বাট্টার পরিমাণ = (২,০০০ - ২,০০০) x ৫% = ৯০০ টাকা। অর্থাৎ ৯০০ টাকা বাট্টা লিখা হবে।