+ Explanationসমাপনী দাখিলার পর সাধারণত সকল প্রকার নামিক হিসাব (আয়-ব্যয় জাতীয় হিসাব) এর জের বা উদ্বৃত্ত শূল্য হয়ে যায়। কোন সম্পত্তি বা দায় জাতীয় হিসাবের জের শূল্য হয় না। এখানে বেতন, ভাড়া, অবচয় এগুলো নামিক হিসাবের অন্তর্গত কিন্তু বিলম্বিত বিজ্ঞাপন সম্পত্তি বাচক হিসাবের অন্তর্গত হওয়ায় এ হিসাবের অন্তর্গত কিন্তু বিলম্বিত বিজ্ঞাপন সম্পত্তি বাচক হিসাবের অন্তর্গত হওয়ায় এ হিসাবের জের শূন্য হবে না।