Question:১ অক্টোবর ২০১৩ তারিখে মি. সুমন ১০% কারবারী বাট্টায় ৩/১০; n/২০ শর্তে কিছু পণ্য মি. সুজনের নিকট বিক্রয় করে। যদি ২৫ অক্টোবর ২০১৩ তারিখে মি. সুজন উক্ত লেনদেন বাবদ ৯০,০০০ টাকা প্রদান করে তবে মি. সুমনের মোট বিক্রয়ের পরিমাণ কত টাকা ছিল?
A ১,০০,০০০ টাকা
B ১,০৩,০৯৩ টাকা
C ৯৯,০০০ টাকা
D ১,১০,০০০ টাকা
+ Explanationযেহেতু মি. সুজন নগদ বাট্টা সময়কালের (অক্টোবর ১০) মধ্যে পরিশোধ করে নাই তাই সে নগদ বাট্টা পাবে না। শুধুমাত্র কারবারী বাট্টা পাবে।
এক্ষেত্রে বিক্রয়ে পরিমাণ হবে= ৯০০০ x ১০০/৯০ = ১,০০,০০০ টাকা।