নগদান বইতে শুধুমাত্র নগদ লেনদেন সমূহ লেখা হয়। কারবারি বাট্টা আসলে কোন লেনদেন নয়। পণ্যের ক্রয়মূল্য হতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ছাড় বা রিবেত দেয়াকে কারবারি বাট্টা বলা হয়। সুতরঅং ইহা নগদান বইতে লেখা হয় না।