Question:কোনটি অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণের নিয়ম নয়?
A নির্দিষ্ট ব্যয়ের পরিমাণ আগেই নির্ধারণ করা
B প্রধান ক্যাশিয়ারের নিকট হতে জুনিয়র ক্যাশিয়ার কর্তৃক যে কোনো পরিমাণ টাকা গ্রহণ
C প্রধান ক্যাশিয়ারের কর্তৃক টাকা প্রদানের পূর্বে খরচের ভাউচার পরীক্ষণ
D প্রধান ক্যাশিয়ারের কর্তৃক টাকা প্রদানের পূর্বে খরচের বিবরণী পরীক্ষণ
E ব্যক্তি বা সম্পত্তি সম্পর্কীয় খরচ “খতিয়ানের হিসাব” নামে একটি পৃথক ঘরে লিপিবদ্ধকরণ
+ Explanationঅগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণের সময় জুনিয়র ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ারের নিকট হতে মাসের প্রথমে খুচরা খরচ নির্বাহের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়ে থাকে। এখানে ‘খ’ নং Optionটি অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা বই সংরক্ষণের নিয়ম নয়।