+ Explanationহিসাববিজ্ঞানের ব্যবসায়িক সত্ত্বা ধারনা অনুযায়ী কারবার বা ব্যবসায় প্রতিষ্ঠান তেকে মালিককে আলাদা গণ্য করা হয়। ফলে মালিক কর্তৃক ব্যবসায়ে প্রদত্তকে কারবারে দায় ও মালিক কর্তৃক ব্যবসায় হতে গ্রহীতাকে কারবারে অভ্যন্তরীণ পক্ষ সেহেতু মালিক কর্তৃক প্রদত্ত ‘মুলধনকে’ কারবারে আন্তঃদায় গণ্য করা হয়। সেজন্য হিসাব সমীকরণে দেখানো হয়-
সম্পত্তি = বহির্দায় + মালিকানা সত্ত্ব / আন্তঃদায়।