+ Explanationলাভ ক্ষতি হিসাবে ডেবিট দিকের ব্যয় গুলোর যোগফল ক্রেডিট দিকের আয় গুলোর যোগফল অপেক্ষা বেশি হলে তাকে ডেবিট উদ্বৃত্ত বলা হয়। আর এ উদ্বৃত্তকে নীঠ ক্ষতি বলা হয়। আবার ক্রেডিট দিকের আয় সমুহের যোগফল ডেটিব দিকের বয় সমূহের যোগফল গুলো হতে বেশি হলে উদ্বৃত্তকে ক্রেডিট উদ্বৃত্ত বলা হয়। আর এ উদ্বৃত্তকে নীট লাভ বলা হয়।