Question:এক মালিকানা বা অংশীদারী কারবারের মুনাফা কোন হিসাবের স্থানান্তরিত করা হয়?
A খতিয়ান
B রেওয়ামিল
C মূলধন হিসাবে
D আয়-ব্যয় হিসাবে
/48
+ Answer
C
+ Explanationএকমালিকানা/অংশীদারী কারবারের মুনাফা/ক্ষতি নির্ণয়ের জন্য লাভ-লোকসান বিবরণী বা লাভ-ক্ষতি হিসাব প্রস্তুত করা হয। আর এ লাভ-ক্সতি হিসাবের মুনাফা বৈষয়িক বিবৃতিতে অথবা উদ্বর্তপত্রের দায়ের দিকে মূলধন হিসাবে স্থানান্তরিত করা হয। কারণ লাভ/মুনাফা মালিকের পাওনা বা মালিকের মূলধন কে বৃদ্ধি করে।