+ Explanationএক মালিকানা কারবার আয়কর ধরা হয সাধারণত মালিকের বার্ষিক আয়ের উপর। আর এ কর একমাত্র মালিককেই প্রদান করতে হয়, ব্যবসায়কে নয়। ফলে এটি মালিকের ব্যক্তিগত ব্যয়। মালিকের ব্যক্তি গত ব্যয় কারবার হতে পরিশোধ করলে মালিকের জন্য তা উত্তোলন বলে ধরা হয়। ফলে তার দ্বারা উত্তোলন হিসাবকে ডেবিট করে মালিকের জন্য তা উত্তোলন বলে ধরা হয়। ফলে তার দ্বারা উত্তোলন হিসাবকে ডেবিট করে মালিকের মূলধন থেকে বাদ দেওয়া হয়।