অংশীদারি ব্যবসায়ের হিসাব
 
  1. Question: রাম ও রহিম একটি অংশীদারি কারবারের অংশীদার। তাদের মূলধনের পরিমাণ ৪০,০০০ ও ২০,০০০ যথাক্রমে। জন কে ব্যবসায়ের ১/৬ অংশ লাভের জন্য ১৩,০০০ টাকা মূলধন আনার শর্তে ব্যবসায়ে যোগ দিল। রাম, রহিম ও জন এর নতুন লাভ-লোকসান অনুপাত যথাক্রমে ৩ঃ২ঃ১। তারা নতুন অনুপাত অনুসারে মূলধন সংরক্ষণ করবে। রাম ও রহিমের নতুন মূলধন কত টাকা?

    A
    ৩৬,০০০ ও ২৪,০০০ টাকা

    B
    ৩৫,০০০ ও ৩০,০০০ টাকা

    C
    ৪০,০০০ ও ২৪,০০০ টাকা

    D
    ৪৮,০০০ ও ৩৬,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: Goo will বলতে বোঝায়-

    A
    Good relation

    B
    Larger Value of Assest

    C
    Decrease of Liabilities

    D
    Super profit

    Note: Not available
    1. Report
  3. Question: সুনাম/ Good will কখন মূল্যায়ন করা হয়-

    A
    নতুন অংশীদার গ্রহণ

    B
    অংশীদারের অবসর গ্রহণ

    C
    ক+খ

    D
    কোনটিই নয়

    E
    ক+খ

    Note: Not available
    1. Report
  4. Question: যখন লাভ-লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করা হয়-

    A
    পূর্বে সংঘটিত ভুল সংশোধনের জন্য

    B
    ওেয়ামিলকে ফলপ্রসু করার জন্য

    C
    চলতি হসাব রক্ষণের সময়

    D
    কোনটিই নয়

    E
    ক+খ

    Note: Not available
    1. Report
  5. Question: হাসান ও রবি এক ব্যবসায়ের অংশীদার। তাদের লাভ-ক্ষতি বণ্টিত হয় ৩ঃ২ অনুপাতে। ব্যবসায়ের মোট লাভ ২৪,০০০ টাকা হলে, রবি এর লাভ কত?

    A
    ১২,০০০ টাকা

    B
    ৮,০০০ টাকা

    C
    ৮,৪০০ টাকা

    D
    ৯,৬০০ টাকা

    E
    ৪,৬০০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: সফিক, উপৎপল ও হিউবার্টের লাভ-ক্ষতি অনুপাত৩ঃ১ঃ১। ২০০৩ সালে তাদের নীট লাভ ৯০,০০০ টাকাহরে, সফিকের লাভের পরিমাণ কত?

    A
    ২৫,০০০ টাকা

    B
    ৪৫,০০০ টাকা

    C
    ৫৪,০০০ টাকা

    D
    ৬০,০০০ টাকা

    E
    ৬৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: সঠিক, উৎপল ও হিউবার্টের লাভ-ক্ষতি অনুপাত ৩ঃ১ঃ১। ২০০৩ সালে তাদের নীট লাভ ৯০,০০০ টাকা হলে, সফিকের লাভের পরিমাণ কত?

    A
    ২৫,০০০ টাকা

    B
    ৪৫,০০০ টাকা

    C
    ৫৪,০০০ টাকা

    D
    ৬০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd