বিগত বছরের প্রশ্নাবলি
 
  1. Question: নিচের কোনটি হিসাব প্রক্রিয়ার কোনো ধাপ নয়?

    A
    চিহ্নিতকরণ

    B
    লিপিবদ্ধকরণ

    C
    যাচাইকরণ

    D
    সমন্বয়করণ

    Note: Not available
    1. Report
  2. Question: একটি প্রতিষ্ঠানের ১০০ একক পণ্য উৎপাদনের মোট ব্যয় ২০,০০০ টাকা এবং ১৪০০ এককে মোট ব্যয় ২৬,০০০ টাকা হলে, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হবে-

    A
    ১৫.০০ টাকা

    B
    ১০.১৬ টাকা

    C
    ২০.০০ টাকা

    D
    ১৮.৫৭ টাকা

    Note: Not available
    1. Report
  3. Question: একটি ক্লাবের সদস্য সংখ্যা ১০০০ জন, জন প্রতি চাঁদা ২০০ টাকা। এ বছর প্রাপ্ত চাঁদার পরিমাণ ১,৬০,০০০ টাকা যার মধ্যে ১৫,০০০ টাকা বিগত বছরের এবং ১০,০০০ টাকা আগামী বছরের। চলতি বছরের বকেয়া চাঁদা কত?

    A
    ৩০,০০০ টাকা

    B
    ৭৫,০০০ টাকা

    C
    ৬৫,০০০ টাকা

    D
    ৫৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  4. Question: নিচের কোন কাল্পনিক সম্পত্তি?

    A
    ট্রেড মার্চ

    B
    প্রারম্ভিক খরচ

    C
    সুনাম

    D
    কপিরাইট

    Note: Not available
    1. Report
  5. Question: একটি প্রতিষ্ঠানের মোট দায় ৫০,০০০ টাকা, চলতি সম্পদ ৫০,০০০ টাকা এবং চলতি অনুপাত ৫:১। ঐ প্রতিষ্ঠানের অনুপাত ৫ঃ১। ঐ প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী দায় কত?

    A
    ৩০,০০০ টাকা

    B
    ৫০,০০০ টাকা

    C
    ২০,০০০ টাকা

    D
    ৪০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: একটি পণ্যের কাঁচামালের ব্যয় ৩০০০ টাকা এবং মজুরি ১২০০ টাকা। কারখানার উপরি খরচ মূখ্য ব্যয়ের ৩০% এবং প্রসাশনিক উপরি খরচ উৎপাদন খরচের ১৫%। যদি বিক্রয় মূল্য ৮০০০ টাকা হয়, তবে লাভ বা ক্ষতির পরিমাণ কত?

    A
    ২৭২১.০০ টাকা

    B
    ২৫৮২.৫০ টাকা

    C
    ১৭২১.০০ টাকা

    D
    ২৫২৮.৫০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: মালিকের ব্যক্তিগত ব্যবহারেরজন্য মাল ক্রয় করা হয়েছে এবং ক্রয় হিসাব লিপিবদ্ধ আছে। সমন্বয় জাবেদা হবে-

    A
    উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট

    B
    উত্তোলন হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট

    C
    ক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট

    D
    উত্তোলন হিসাবসমূহ ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট

    Note: Not available
    1. Report
  8. Question: নিম্নের কোন হিসাবসমূহ ডেবিট জের দেখাবে?

    A
    সম্পত্তি, উত্তোলন, আয়

    B
    সম্পত্তি, উত্তোলন, ব্যয়

    C
    সম্পত্তি, উত্তোলন, মালিকানা স্বত্ব

    D
    সম্পত্তি, কুঋণ সঞ্চিতি, ব্যয়

    Note: Not available
    1. Report
  9. Question: অনর্জিত আয়ের সমন্বয় দাখিলার ক্ষেত্রে-

    A
    দাম কমে এবং আয় বাড়ে

    B
    আয় বাড়ে এবং সম্পত্তি বাড়ে

    C
    আয় কমে এবং সম্পত্তি কমে

    D
    সম্পত্তি এবং আয় হিসাবের মধ্যে সম্পর্ক নয়

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd