বিবিধ প্রসঙ্গ
 
  1. Question: ইতঃপূর্বে অপলোপিত একটি কুঋণ থেকে যখন অপ্রত্যাশিতভাবে নগদ পাওয়া যায়, তখন-

    A
    দেনাদার একই থাকে

    B
    দেনাদার কমে

    C
    খরচ বাড়ে

    D
    নগদ একই থাকে

    E
    বিক্রয় বাট্টা বাড়ে

    Note: Not available
    1. Report
  2. Question: কোনটি মোট মুনাফার শতকরা হার বাড়ায়?

    A
    ক্রয়ের পরিমাণ বৃদ্ধি

    B
    খরচের হ্রাস

    C
    পণ্যর ক্রয়মূল্য বৃদ্ধি

    D
    গ্রাহকের দীর্ঘকালীন ধার প্রদান

    E
    বিক্রয়মূল্য বৃদ্ধিকরণ

    Note: Not available
    1. Report
  3. Question: একটি কোম্পানি কালীন মজুদ পদ্ধতি অনুসরণ করে এবং তার ক্রয়-বিক্রয়ের জন্য কোনো ফেরৎ বাট্টা দেয় না অথবা তাতে জড়িত নয়। কোন পরিস্থিতিতে ক্রয় বিক্রীত পণ্যেল ব্যায়ের সমান হয়?

    A
    প্রারম্ভিক মজুদ পণ্য শূণ্য

    B
    সমাপনী মজুদ পণ্য শূণ্য

    C
    প্রারম্ভিক মজুদ পণ্য সমান সমাপনী মজুদ পণ্য

    D
    বিক্রয় প্রত্যাশার চেয়ে কম

    E
    সমাপনী মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য থেকে বেশি

    Note: Not available
    1. Report
  4. Question: হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?

    A
    শেয়ারহোল্ডার

    B
    কর্মচারী

    C
    ব্যবস্থাপনা

    D
    ট্রেড ইউনিয়ন

    E
    সরকার

    Note: Not available
    1. Report
  5. Question: কোনটি লেনদেন নয়?

    A
    গ্রাহকের নিকট হতে অগ্রিম গ্রহণ ৫০,০০০ টাকা

    B
    পরবর্তী মাসে পণ্য সরবরাহের জন্য চুক্তি সম্পন্ন করা হল এবং ১,০০,০০০ টাকা জমা দেওয়া হল

    C
    মাসিক ৩০,০০০ টাকায় একজন ব্যবস্থাপক নিয়োগ করা হয়

    D
    ১০,০০০ টাকার সেবা প্রদান করা হল কিন্তু বিল করা হয়নি

    E
    এই বৎসরে ৮,০০০ টাকার মালামাল অপব্যয়িত

    Note: Not available
    1. Report
  6. Question: রেওয়ামিলে সাপ্লাই হিসাবে ১৫,০০০ টাকা দেখানো আছে। যদি বৎসর শেষে ৮,০০০ টাকার সাপ্লাই হাতে থাকে, তবে সমন্বয় জাবেদা হবে

    A
    সাপ্লাই খরচ ডেবিট ৮০০০ টাকা এবং সাপ্লাই খরচ ৮০০০ টাকা

    B
    সাপ্লাই ডেবিট ৮০০০ টাকা এবং সাপ্লাই খরচ ক্রেডিট ৮০০০ টাকা

    C
    সাপ্লাই ডেবিট ৭০০০ টাকা এবং সাপ্লাই খরচ ক্রেডিট ৭০০০ টাকা

    D
    সাপ্লাই খরচ ডেবিট ৭০০০ টাকা এবং নগদান ক্রেডিট ৭০০০ টাকা

    E
    সাপ্লাই খরচ ডেবিট ৭০০০ টাকা এবং সাপ্লাই ক্রেডিট ৭০০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: মালিকের মূলধন দায় হিসাবে গণ্য করা হয় কারণ আমরা অনুসরণ করি-

    A
    সত্তার নীতি

    B
    প্রকাশের নীতি

    C
    চলমান নীতি

    D
    মেটেরিয়ালিটি নীতি

    E
    আদায়ের নীতি

    Note: Not available
    1. Report
  8. Question: নিম্নের হিসাব সমূহ শুরু করার জন্য প্রারম্ভিক জাবেদার প্রয়োজন হয়-

    A
    রাজস্ব, খরচ ও সম্পত্তি

    B
    সম্পত্তি, দায় ও মালিকানা স্বত্ব

    C
    সম্পত্তি, দায় ও মালিকের উত্তোলন

    D
    রাজস্ব, ব্যয় ও দায়

    E
    রাজস্ব, ব্যয় ও নীট সম্পত্তি

    Note: Not available
    1. Report
  9. Question: যন্ত্রপাতির সংযোজন একটি-

    A
    রাজস্ব জাতীয় খরচ

    B
    মেরামত খরচে ডেবিট

    C
    ক্রয় হিসাবে ডেবিট

    D
    মূলধন জাতীয় খরচ

    E
    বিলম্বিত রাজস্ব জাতীয় খরচ

    Note: Not available
    1. Report
  10. Question: বোনাস শেয়ার প্রদান করা হলে শেয়ার হোল্ডারদের স্বত্বে দেখানো হয়-

    A
    পরিশোধিত মূলধন ও জমাকৃত অর্জন হতে কমানো হয়

    B
    শেয়ার প্রিমিয়ারে যোগ হবে

    C
    শুধুমাত্র জমাকৃত অর্জন হতে বাদ যাবে

    D
    শুধুমাত্র মূলধনের সাথে যোগ হবে

    E
    জমাকৃত অর্জন হতে বাদ যাবে এবং মূলধনের সাথে যোগ হবে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd