বিবিধ প্রসঙ্গ
 
  1. Question: বকেয়া খরচরে সমন্বয় দাখিলা প্রভাব ফেলে-

    A
    সম্পত্তি এবং খরচে

    B
    আয় বিবরণীতে

    C
    উদ্ধর্তপত্রে ও আয় বিবরণী

    D
    নগদ প্রবাহ বিবরণীতে

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  2. Question: রাজস্বসমূহের (আয়সমূহ) এবং খরচসমূহ (ব্যয়সমূহ) প্রদর্শন করা হয়-

    A
    মালিকের স্বত্ববিবরণীতে

    B
    আয় বিবরণীতে

    C
    উদ্ধর্তপত্রে

    D
    নগদ প্রবাহ বিবরণীতে

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  3. Question: সমাপনী মালিকের স্বত্বের পরিমাণ দেখানো হয়-

    A
    শুধু মালিকের স্বত্ব বিবরণীতে

    B
    শুধু উদ্ধর্তপত্রে

    C
    নগদ প্রবাহ বিবরণীতে

    D
    উদ্ধর্তপত্র ও মালিকের স্বত্ব বিবরণী উভয়টিতে

    E
    কোথাও দেখানো হয় না

    Note: Not available
    1. Report
  4. Question: নগদ এবং অন্যান্য সম্পদ নগদে রূপান্তর করা যায় বা বিক্রয় করা যায় অথবা এক বছরের মধ্যে বা পরিচালন চক্রের ব্যবহার করা হয় সেগুলো বলে-

    A
    চলতি হিসাব

    B
    অস্পর্শনীয় সম্পত্তি

    C
    দীর্ঘমেয়াদী বিনিয়োগ

    D
    সম্পত্তি, স্থাবর সম্পত্তি ও সরঞ্জাম

    E
    সবগুলোই সঠিক

    Note: Not available
    1. Report
  5. Question: ”প্রদেয় মজুরি ও বেতন” হল:

    A
    চলতি দায়

    B
    দীর্ঘ মেয়াদী দায়

    C
    অচলতি দায়

    D
    অস্পর্শনীয় দায়

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  6. Question: নীট বিক্রয় হল বিক্রয় বাদ:

    A
    বিক্রয় ফেরত

    B
    বিক্রয় বাট্টা

    C
    বিক্রয় ফেরত ও বাদসমূহ

    D
    বিক্রয় ফেরত ও বাদসমূহ এবং বিক্রয় বাট্টা

    E
    উপরের কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  7. Question: একটি ব্যতিত নিম্নোক্ত সবগুলোই বিক্রয় খরচ:

    A
    বিজ্ঞাপন খরচ

    B
    বহি: পরিবহন

    C
    দোকানের গুদামের বেতন খরচ

    D
    দোকান (গুদাম) সরঞ্জামের অবচয় খরচ

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  8. Question: নিম্নের কোন দফাটি আয় বিবরণীর “অন্যান্য আয় ও লাভ” অংশে প্রদর্শিত হয় না?

    A
    সরঞ্জাম বিক্রয় বাবদ লাভ

    B
    সুদ আয়

    C
    বিক্রয় আয়

    D
    ক্রয় আয়

    E
    উপরের কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  9. Question: নিম্নের কোনটি বহুধাপ বিশিষ্ট এবং একধাপ বিশিষ্ট আয় বিবরণী উভয়টিতে দেখোনো হয়?

    A
    মোট মুনাফা

    B
    নীট মুনাফা

    C
    কার্যক্রম হতে আয় (মুনাফা)

    D
    অন্যান্য খরচ ও ক্ষতিসমূহ

    E
    উপরের সবগুলোই দেখানো হয়

    Note: Not available
    1. Report
  10. Question: কার্যেক্রম হতে আয় (মুনাফা) দেখানো হয়:

    A
    বহুধাপ বিশিস্ট এবং একধাপ বিশিষ্ট আয় বিবরণী উভয়টিতে

    B
    বহুধাপ বিশিষ্ট এবং একধাপ বিশিষ্ট আয় বিবরণীরে কোনটিতেই নয়

    C
    শুধু বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে

    D
    শুধু একধাপ বিশিষ্ট আয় বিবরণীতে

    E
    উপরোক্ত কোন বিবরণীতেই দেখানো হয় না

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd