ব্যয় ও ব্যয়ের শ্রেণিবিভাগ
 
  1. Question: আয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য হচ্ছে-

    A
    কারবারের অর্জিত নিট মুনাফার/লাভর পরিমাণ জানা

    B
    ব্যবসায়ের বিক্রীত পন্যের ব্যয়ের পরিমাণ জানা

    C
    নিট বিক্রয়ের পরিমান জানা

    D
    নিট ক্রয়ের পরিমান জানা

    Note: Not available
    1. Report
  2. Question: নিচের কোন ধরনের উদ্ধত্তগুলো আর্থি অবস্থার বিবরণী বা উদ্ধর্তপত্রে দেখানো হয় না?

    A
    সম্পত্তি হিসাব

    B
    দায় হিসাব

    C
    আয় বা ব্যয় হিসাব

    D
    মালিকানা স্বত্ব হিসাব

    Note: Not available
    1. Report
  3. Question: রক্ষিত/সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করা হয় কেন?

    A
    নিট আয়/লাভ নির্ণয়ের জন্য

    B
    কোম্পানির অর্জিত নিট মুনাফা স্বার্থসংশ্লিষ্ট পক্ষগনের মধ্যে বণ্টন দেখানোর জন্য

    C
    কোম্পানির মজুদ পণ্য মূল্যায়নের জন্য

    D
    কোম্পানির দায়ের পরিমাণ মূল্যায়নের জন্য

    Note: Not available
    1. Report
  4. Question: উৎপাদন ব্যয়ের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদন কোনটি?

    A
    প্রত্যক্ষ সেবা

    B
    কাঁচামাল

    C
    প্রশাসনিক

    D
    বিক্রয় ও বণ্টন ব্যয়

    Note: Not available
    1. Report
  5. Question: পণ্য বা সেবা সৃষ্টির জন্য খরচের সমষ্টিকে কী ব্যয় বলা হয়?

    A
    উৎপাদন ব্যয়

    B
    মোট ব্যয়

    C
    পণ্য ব্যয়

    D
    কারখানা উপরি ব্যয়

    Note: Not available
    1. Report
  6. Question: যেসব খরচ উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয় তাকে বলে?

    A
    প্রত্যক্ষ খরচ

    B
    মোট ব্যয়

    C
    প্রশাসনিক খরচ

    D
    পরোক্ষ খরচ

    Note: Not available
    1. Report
  7. Question: কোনটি প্রশাসনিক উপরিখরচের অংশ নয়?

    A
    কুঋণ

    B
    অফিসের বেতন

    C
    অফিস খরচ

    D
    অফিসের ভাড়া

    Note: Not available
    1. Report
  8. Question: কোনটি প্রত্যক্ষ খরচ নয়?

    A
    আন্তঃপরিবহণ

    B
    মজুরি

    C
    জাহাজ ভাড়া

    D
    বিক্রয় পরিবহন

    Note: Not available
    1. Report
  9. Question: কোনটি পরোক্ষ খরচ?

    A
    আমদানি শুল্ক

    B
    শ্রম

    C
    আন্তঃপরিবহন

    D
    বেতন

    Note: Not available
    1. Report
  10. Question: উৎপাদনের সাথে প্রত্যক্ষভাবে যে খরচ জড়িত তাকে বলে-

    A
    প্রত্যক্ষ খরচ

    B
    মূখ্য ব্যয়

    C
    প্রত্যক্ষ কাঁচামাল

    D
    উপরি ব্যয়

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd