Question:১৯৯২ সনে একটি ক্লাব চাঁদা বাবদ মোট ৭৬,০০০ টাকা পায়, বৎসর শেষে জানা যায় যে, এর মধ্যে ৬,০০০ টাকা গত বৎসরের ও ১০,০০০ টাকা ১৯৯৩ সনের। যখন টাকা পাওয়া যায় তখন সঠিক জাবেদা লিখনটি হবে-
A নগদান হিসাব ডেবিট ৭০,০০০ টাকা, প্রাপ্য চাঁদা হিসাব ৭০,০০০
B নগদান হিসাব ডেবিট ৭৬,০০০ টাকা, প্রাপ্ত চাঁদা হিসাব ক্রেঃ ৭৬,০০০
C নগদান হিসাব ডেবিট ৬০,০০০ টাকা, প্রাপ্ত চাঁদা হিসাব ক্রেডিট ৬০,০০০
D নগদান হিসাব ডেঃ ৬৬,০০০ টাকা, প্রাপ্ত চাঁদা হিসাব ক্রেডিট ৬৬,০০০
+ Explanationযখন চাঁদা বাবদ মোট ৭৬,০০০ টাকা পায়, তখন ক্লাবটির সম্পত্তি (নগদ টাকা) ৭৬,০০০টাকা বৃদ্ধি পায় এবং প্রাপ্ত চাঁদা (আয়) ৭৬,০০০ টাকা বৃদ্ধি পায়। ফলে নগদান হিসাব ডেবিট ৭৬,০০০ টাকা, প্রাপ্ত চাঁদা হিসাব ক্রেডিট ৭৬,০০০ টাকা।