Question:একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে দায় অপেক্ষা সম্পত্তির বাড়তিকে বলা হয়
A মূলধন তহবিল
B মূলধন
C চলতি সম্পত্তি
D নিট সম্পত্তি
/81
+ Answer
A
+ Explanationব্যবসায়ী প্রতিষ্ঠানের ন্যয় অব্যবসায়ী প্রতিষ্ঠানে যেহেতু মারিক, অংশীদার বা শেয়ারহোল্ডাররা মূলধন বিনিয়োগ করে না সেহেতু মূলধনের পরিবর্তে মূলধন তহবিল শব্দটি ব্যবহারকরা হয়। নির্দিষ্ট সময় শেষে মোট সম্পত্তি ও মোট বর্হিদায়ের পার্থক্যকে মূলধন তহবিল বলা হয়।