Question:অংশীদারি কারবারের চুক্তিতে লাভ-লোকসানের অনুপাত উল্লেখ না থাকলে মুনাফা বণ্টন হয়-
A সমানভাবে
B মতামতের উপর
C অগ্রাধিকার ভিত্তিতে
D মূলধন অনুযায়ী
/87
+ Answer
A
+ Explanationঅংশীদারি কারবারের মূল ভিত্তি হল চুক্তি। আর চুক্তিপত্রে ব্যবসায় পরিচালনার যাবতীয় বিষয় লিপিবদ্ধ থাকে। কিন্তু চুক্তিপত্রে লাভ-ক্ষতির অনুপাত উল্লেখ না থাকলে সাধারণত সমান হারে/ভাবে লাভ-ক্ষতি বণ্টন করা হয়ে থাকে।