Question:ক ও খ সমান অংশীদার হিসাবে গ্রহণ করল। গ ১/৫ অংশের মুনাফার অংশীদার। কিন্তু তাকে ২,০০০ টাকার মুনাফার প্রতিশ্রুতি দেওয়অ হল। পুরাতন অংশীদারগণ সমান অংশীদার রইল। বছর শেষে নীট মুনাফা দাঁড়ায় ৫৫,০০০ টাকা। এক্ষেত্রে বছর শেষে ক এর মুনাফার পরিমাণ কত টাকা?
A ২১,২০০
B ২১,৫০০
C ২২,২০০
D ২২,০০০
+ AnswerB
+ Report