Question:নিম্নের ঘটনাবলির মধ্যে কোনটি কোম্পানির শেয়ারহোল্ডারদের স্বত্ত্ব কমিয়ে দেয়?
A পূর্বঘোষিত নগদ লভ্যাংশ প্রদান করলে
B ৬% লভ্যাংশ ঘোষনা যা বোনাস শেয়ারের মাধ্যমে প্রদেয় হবে
C লাভ থেকে বিলি করা হবে না এরূপ ১,০০,০০০ টাকা ধরে রাখা
D প্রতিটি অগ্রাধিকার শেয়ারে ১ টাকা হিসাবে নগদ লভ্যাংশ ঘোষণা
E ধরে রাখা মুনাফা থেকে ৫০,০০০ টাকা সাধারণ সঞ্চিতি হিসাবে স্থানান্তর করলে
+ Explanationপ্রশ্নটিতে সঠিক উত্তরের জন্য প্রদত্ত অপশন গুলোর মধ্যে এাকমাত্র (ঘ) এর ঘটনায় কোন কোম্পানির শেয়ার হোল্ডারদের স্বত্ত্ব কমে যায়। কোম্পানির শেয়ার হোল্ডারদের স্বত্ত্ব কমায় এমন সব উপাদানগুলো হল পরিশোধিত মূলধনের হ্রাস, জমাকৃত মুনাফা হ্রাস, কোন প্রকার সঞ্চিতি/তহবিল হ্রাস, আয় হ্রাস ও ব্যয় বৃদ্ধি প্রভৃতি।