Question:নিম্নের তথ্যে ভিত্তিতে মূলখ্য ব্যয় টাকায় নির্ণয় কর: কাঁচামাল ক্রয় ৬৬,০০০ টাকা; প্রত্যক্ষ মজুরী ৫২,৫০০ টাকা; অন্যান্য প্রত্যক্ষ বব্যয় ৩,০০০ টাকা; বহিঃ পরিবহণ ৫,০০০ টাকা ও সুপারভাইজারের বেতন ৭,০০০ টাকা।
A ১১৮,৫০০ টাকা
B ১২১,৫০০ টাকা
C ৬৬,০০০ টাকা
D ১৩৩,৫০০ টাকা
E ৫২,৫০০ টাকা
+ Explanationআমরা জানি যে,
মূখ্য ব্যয=প্রত্যক্ষ মাল+প্রত্যক্ষ শ্রম+অন্যান্য প্রত্যক্ষ খরচ
এখানে, কাঁচামাল ক্রয়=৬৬,০০০ টাকা,
প্রত্যক্ষ মজুরী ৫২,৫০০ টাকা ও অন্যান্য প্রত্যক্ষ কখরচ ৩০০০ টাকা।
সুতরাং মূখ্য ব্যয়=(৬৬,০০০+৫২,৫০০+৩,০০০)
= ১,২১,৫০০ টাকা।