কারখানা উপরিব্যয় হল কারখানার যাবতীয় খরচ যেমন কারখানার বিদ্যুৎখরচ, ম্যানেজারের বেতন, দারোয়ানের বেতন, মেশিনের মেরামত খরচ ইত্যাদি। অর্থাৎ, মজুরী খরচ কারখানা উপরিব্যয়ের অন্তর্গত নয়। এটি মূল্য ব্যয়ের উপাদান।