Question:২০১৪ সালের শুরুতে কুশিয়ারা ট্রেডার্সের হিসাবের উদ্ধৃত্তে নগদ ৭৫ হাজার, মজুদ জানুয়ারি মাসের কুশিয়ারা বুড়িগঙ্গা ট্রেডার্স হতে ৩০ হাজর টাকার মাল ক্রয় কর ১০ হাজার টাকা পরিশোধ করে এবং খোয়াই ট্রেডার্সকে ৩৫ হাজার টাকার মাল ৪০ হাজার টাকা মূল্যের সরবরাহ করে। তবে নগদে ২৫ হাজার টাকা পাওয়া যায় এবং বুড়িগঙ্গা ট্রেডার্সকে বিক্রয় অযোগ্য ৫ হাজার টাকা মূল্যের পণ্য ফেরত দেয়া হয়। কুশিয়ারার নগদান, মজুদ ও প্রদয় হিসাব (হাজার টাকায়)-
A ৭,১৫,৭০
B ১০০,৫,৪৫
C ৭০,৩৫,৪৫
D ৯০,৩৫,৪৫
E ৯০,১৫,৪৫
+ AnswerE
+ Report