Question:একটি কোম্পানি এক লক্ষ টাকার ইস্যুকৃত শেয়ার মূলধনের উপর ৫% লভ্যাংশ দিবে। ২০১৩ সালে কোম্পানি নিট মুনাফা করে ৫০ হাজার টাকা, তার বকেয়া বেতন রয়েছে ৪ হাজার টাকা ও আয়কর দিয়েছে ১০ হাজার টাকা। প্রারম্ভিক জের ৩০ হাজার টাকা ও নিট মুনাফায় ৫% শ্রমিকদের মুনাফা অংশীদারিত্বে স্থানান্তর হলে কোম্পিানির সংরক্ষিত আয় (হাজার টাকায়)-
A ৫৭
B ৫৮.৫
C ৬১
D ৬২.৫
E ৬৫
+ AnswerD
+ Report