Question:হীরকের সংকট কোণ `24^0` বলতে কি বোঝায়?
Answer
হীরকের সংকট কোণ `24^0` বলতে বোঝায়, হীরক হতে শূন্য মাধ্যমে বা বায়ুতে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ `24^0` হলে প্রতিসরণ কোণ `90^0` হয়। আপতন কোণ `24^0` অপেক্ষা বেশি হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে।