আলোর প্রতিসরণ
  1. Question:দর্শনানুভূতির স্থায়িত্বকাল বলতে কী বুঝ? 

    Answer
    চোখের সামনে কোনো বস্তু রাখলে রেটিনায় তার প্রতিবিম্ব গঠিত হয় এবং আমরা বস্তুটি দেখতে পাই। এখন যদি চোখের সম্মুখ থেকে বস্তুকে সরিয়ে নেওয়া হয় তাহলে সরিয়ে নেওয়ার 0.1 সেকেন্ড পর্যন্ত এর অনুভূতি মস্তিষ্কে থেকে যায়। এই সময়কে দর্শানুভূতির স্থায়িত্বকাল বলে।

    1. Report
  2. Question:লেন্সের প্রধান ফোকাস কাকে বলে? 

    Answer
    লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল এবং নিকটবর্তী রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুকে লেন্সের প্রধান ফোকাস বলে।

    1. Report
  3. Question:লেন্সের ক্ষমতা ফোকাস দূরত্বের উপর কীভাবে নির্ভর করে? 

    Answer
    লেন্স উত্তল বা অবতল যাই হোক না কেন এর ক্ষমতা এবং ফোকাস দূরত্ব এর মধ্যকার সম্পর্ক হলো p = 1/f। সুতরাং দেখা যাচ্ছে, লেন্সের ফোকাস দূরত্ব কম তার ক্ষমতা বেশি এবং যে লেন্সের ফোকাস দূরত্ব বেশি তার ক্ষমতা কম।

    1. Report
  4. Question:এক ডায়াপ্টর কাকে বলে? 

    Answer
    েএক মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট কোনো লেন্সের ক্ষমতাকে এক ডায়াপ্টর বলে।

    1. Report
  5. Question:মরীচিকা কাকে বলে? 

    Answer
    দিনের বেলায় প্রখর সূর্যালোকে মরুভূমিতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য দূরবর্তী কোনো গাছের প্রতিবিম্ব দেখা যায়, ঠিক যেমন জলাশয়ের পানিতে গাছের প্রতিবিম্ব দেখা যায়। মরুভূমির এরূপ দৃষ্টি ভ্রমকে মরীচিকা বলে।

    1. Report
  6. Question:এন্ডোস্কোপি-তে অপটিক্যাল ফাইবারের ব্যবহার ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো রোগীর পাকস্থলীর ভিতরের দেয়াল পরীক্ষা করতে হলে একটি আলোক নলকে মুখের ভিতর দিয়ে পাকস্থলীতে ঢোকানো হয়। এ আলোক নলের এক সেট আলোকীয় তন্তু দিয়ে আলো পাঠিয়ে পাকস্থলীর দেয়ালের সংশ্লিষ্ট অংশকে আলোকীত করা হয়, অন্য সেট দিয়ে ঐ আলোকীত অংশকে বাইরে থেকে দেখা হয়। এ পদ্ধতীকে এন্ডোস্কোপি বলে।

    1. Report
  7. Question:অপটিক্যাল ফাইবারের প্রতিসরাঙ্ক কত? 

    Answer
    অপটিক্যাল ফাৈইবারের প্রতিসরাঙ্ক 1.7।

    1. Report
  8. Question:লেন্সের চিহ্নের প্রথা ব্যাখ্যা কর। 

    Answer
    সকল দূরত্ব লেন্সের আলোক কেন্দ্র থেকে পরিমাপ করতে হবে। সকল বাস্তব দূরত্ব ধনাত্মক, বাস্তব দূরত্ব বলতে আলোকরশ্মি প্রকৃতপক্ষে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে বুঝায়। সুতরাং সকল বাস্তব লক্ষবস্তু, বাস্তব প্রতিবিম্ব বা বাস্তব ফোকাসের দূরত্বকে ধনাত্মক ধরা হয়। সকল অবাস্তব দূরত্ব ঋণাত্মক অবাস্তব লক্ষবস্তু, অবাস্তব প্রতিবিম্ব ও অবাস্তব ফোকাসের দূরত্বকে অবাস্তব দূরত্ব ধরা হয়।
    উত্তল লেন্সের ফোকাস দ”ূরত্ব ধনাত্মক এবং অবতল লেন্সের ফোকাস দূরত্ব উভয়ই ঋণাত্মক।

    1. Report
  9. Question:প্রতিসরণাঙ্কের সংজ্ঞা দাও। 

    Answer
    আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করে তখন নির্দিষ্ট রং এর আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যে ধ্রুব সংখ্যা হয় তাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে।

    1. Report
  10. Question:পরম প্রতিসরণাঙ্ক কাকে বলে? 

    Answer
    শূন্য মাধ্যম হতে অন্য কোনো মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে ঐ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক বলে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd