জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান
  1. Question:জগদীশচন্দ্র বসুর উদ্ভিদ শারীরতত্ত্বের উপর অবদানসমূহ কী কী? 

    Answer
    জগদীশচন্দ্র বসুর উদ্ভিদ শরীর তত্ত্বের আকার সমূহের মধ্যে উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার জন্য ‘ক্রেস্কোগ্রাফ’ আবিষ্কার, অভিসীমিত মাত্রায় নড়াচড়া এবং কীভাবে উদ্ভিদ বিভিন্ন উদ্দীপকের প্রতি সাড়া দেয় তা উল্লেখযোগ্য।

    1. Report
  2. Question:রেডিও থেরাপিতে কী ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়? 

    Answer
    রেডিও থেরাপিতে উচ্চ শক্তি সম্পন্ন এক্স-রে ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়।

    1. Report
  3. Question:এক্স-রের ধর্মগুলো উল্লেখ করো। 

    Answer
    এক্স-রের ধর্মগুলো নিচে উল্লেখ করা হল:
    ১. এ রম্শি সরলরোখায় গমন করে।
    ২. এক্স-রে তাড়িতচৌম্বক তরঙ্গ। তাড়িতক্ষেত্র বা চৌম্বকক্ষেত্র দ্বারা এটি বিচ্যুত হয় না।
    ৩. এর তরঙ্গদৈর্ঘ্য খুব ছোট, প্রায় `10^(-10)m` এর কাছাকাছি।
    ৪. এটি আধান নিরপেক্ষ।

    1. Report
  4. Question:হ্রৃৎপিন্ড সঠিকভাবে কাজ করছে কিনা- তা জানতে কী করা হয়? 

    Answer
    ঋৎপিন্ড সঠিকভাবে কাজ করছে কিনা- তা জানতে ব্যাথাবিহীন পরীক্ষা ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম করা হয়।

    1. Report
  5. Question:এক্স-রে এর দুটি সুবিধা লিখ। 

    Answer
    এক্সরের ১৮৯৫ সালে জার্মান বিজ্ঞানী উইলহেম রনজেন আবিষ্কার করেন। এর দুটি সুবিধা হলো: ১. এর দ্বারা ভাঙ্গা হাড়, ক্ষত বা অবাঞ্চিত বস্তুর ছবি তোলা হয়। ২, নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহার করা হয়।

    1. Report
  6. Question:জগদীশচন্দ্র বসু কোথায় ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন? 

    Answer
    জগদীশচন্দ্র বসু কলকাতায় ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন।

    1. Report
  7. Question:হৃদপিন্ডকে স্বয়ংক্রিয় পাম্প বলা হয় কেন? 

    Answer
    মানবদেহের বিভিন্ন অংশের মধ্যে হৃৎপিন্ড বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই নিজস্ব বৈদ্যুতিক সিগন্যাল দ্বারা সমগ্রদেহে রক্ত সঞ্চালন করতে সক্ষম। এজন্য হৃৎপিন্ডকে স্বয়ংক্রিয় পাম্প বলা হয়।

    1. Report
  8. Question:আলট্রাসনোগ্রাফিতে কী ধরনের শব্দতরঙ্গ ব্যবহার করা হয়? 

    Answer
    আলট্রাসনোগ্রাফীতে শ্রবণত্তোর শব্দতরঙ্গ ব্যবহৃত হয়।

    1. Report
  9. Question:সিটিস্ক্যান কেন করানো হয়? 

    Answer
    দেহের অভ্যন্তরে কোনো পেশি বা অস্থির স্থান পরিবর্তন, টিউমার, অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা শারীরিক ক্ষতির নিখুঁত অবস্থান বা বর্তমান অবস্থান জানতে সিটিস্ক্যান করানো হয়।

    1. Report
  10. Question:এন্ডোস্কোপিতে কোন বৈজ্ঞানিক সূত্রের ব্যবহার করা হয়? 

    Answer
    এন্ডোস্কোপিতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সূত্রকে কাজে লাগানো হয়।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd