Question:জগদীশচন্দ্র বসুর উদ্ভিদ শারীরতত্ত্বের উপর অবদানসমূহ কী কী?
Answer
জগদীশচন্দ্র বসুর উদ্ভিদ শরীর তত্ত্বের আকার সমূহের মধ্যে উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার জন্য ‘ক্রেস্কোগ্রাফ’ আবিষ্কার, অভিসীমিত মাত্রায় নড়াচড়া এবং কীভাবে উদ্ভিদ বিভিন্ন উদ্দীপকের প্রতি সাড়া দেয় তা উল্লেখযোগ্য।