তড়িতের চৌম্বক ক্রিয়া
  1. Question:আবিষ্ট ভোল্টেজ কী? 

    Answer
    একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর দূরত্ব বা তড়িৎপ্রবাহের পরিবর্তনের ফলে অন্য একটি বদ্ধ বর্তনীতে যে ক্ষণস্থায়ী ভোল্টেজের সৃষ্টি হয় তাকে আবিষ্ট ভোল্টেজ বলে।

    1. Report
  2. Question:তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো তারের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহের ফলে উৎপন্ন চৌম্বকক্ষেত্রের দিক হয় লম্বদিকে। প্রকৃতপক্ষে, বৃদ্ধাঙ্গুলি খাড়া রেখে ডান হাত মুষ্টিবদ্ধ করলে বৃদ্ধাঙ্গুলি যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তাহলে অন্য আঙ্গুলগুলো দিয়ে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশিত হবে। যেমন- সোজা তারে তড়িৎপ্রবাহ খাড়া নিচের দিকে এলে চৌম্বকক্ষেত্রের বলরেখাগুলো ঘড়ির কাঁটার দিকাভিমুখী হবে।

    1. Report
  3. Question:তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কাকে বলে? 

    Answer
    কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়াকে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে।

    1. Report
  4. Question:মুক্তভাবে ঝুলন্ত একটি চুম্বক শলাকা উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করে কেন? 

    Answer
    পৃথিবী একটি বিরাট চুম্বক। পৃথিবীর চৌম্বক উত্তর মেরুতে ও চৌম্বক দক্ষিণ মেরুতে বিদ্যমান চৌম্বক ক্ষেত্রের প্রভাবে মুক্তভাবে ঝুলন্ত একটি চুম্বক শলাকা উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করে।

    1. Report
  5. Question:সলিনয়েড কাকে বলে? 

    Answer
    একটি অন্তরিত পরিবাহী তারকে একটি সিলিন্ডারের গায়ে ঘন করে জড়ানো হলে যে কুন্ডলী তৈরি হয় তাকে সলিনয়েড বলে।

    1. Report
  6. Question:চাবি বন্ধ করলে লোহার দন্ডটি আলপিনকে আকর্ষণ করে কেন? 

    Answer
    চাবি বন্ধ করলে লোহার দন্ডের গায়ে জড়ানো তার কুন্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, ফলে এর চারপাশে সাময়িকভাবে চৌম্বকক্ষেত্র সৃষ্টি হওয়ায় লোহার দন্ডটি চুম্বকে পরিণত হয়। তাই লোহার দন্ডটি আলপিনকে আকর্ষণ করে। এ ধরণের চুম্বককে তাড়িত চুম্বক বলে।

    1. Report
  7. Question:আবিষ্ট প্রবাহ কাকে বলে? 

    Answer
    েএকটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর দূরত্ব বা তড়িৎপ্রবাহের পরিবর্তনের ফলে অন্য একটি বদ্ধ বর্তনীতে যে ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তাকে আবিষ্ট প্রবাহ বলে।

    1. Report
  8. Question:আবিষ্ট প্রবাহের মান কীভাবে বৃদ্ধি করা যায় বর্ণনা কর। 

    Answer
    আবিষ্ট প্রবাহের মান নিম্নোক্ত ভাবে বৃদ্ধি করা যায়-
    ১. চুম্বকের মেরুশক্তি বৃদ্ধি করে।
    ২. চুম্বককে বা তার কুন্ডলীকে দ্রুত আনা-নেওয়া করে।
    ৩. তারকুন্ডলীর পাকসংখ্যা বৃদ্ধি করে।

    1. Report
  9. Question:ট্রান্সফর্মার কাকে বলে? 

    Answer
    যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা পর্যাবৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে পরিণত করা যায় তাকে ট্রান্সফর্মার বলে।

    1. Report
  10. Question:স্টে আপ ট্রান্সফর্মারের বিভব বৃৃদ্ধি পেলেও প্রবাহ হ্রাস পায় কেন? 

    Answer
    শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে আমরা জানি, শক্তি উৎপন্ন বা ধ্বংস করা যায় না। তড়িতের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে উৎপন্ন বা বায়িত শক্তি হচ্ছে বিভব x প্রবাহ। সুতরাং মুখ্য ও গৌণ কুন্ডলীতে বিভব ও প্রবাহের গুণফল সমান হবে। তাই স্টেপ আপ ট্রান্সফর্মারের বিভব যে অনুপাতে বৃদ্ধি পায়, প্রবাহ সেই অনুপাতে হ্রাস পায়।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd