Question:একটি তড়িৎ চৌম্বকের তড়িৎ প্রবাহ বাড়ালে কী হবে?
Answer
েএকটি তড়িৎ চৌম্বকের তড়িৎ প্রবাহ বাড়ালে এর প্রাবল্য বেড়ে যাবে।
Question:একটি তড়িৎ চৌম্বকের তড়িৎ প্রবাহ বাড়ালে কী হবে?
েএকটি তড়িৎ চৌম্বকের তড়িৎ প্রবাহ বাড়ালে এর প্রাবল্য বেড়ে যাবে।
Question:সলিনয়েডের প্রাবল্য বাড়ানোর জন্য কী ব্যবস্থা নেয়া যেতে পারে- ব্যাখ্যা কর।
সলিনয়েডের প্রাবল্য বাড়ানোর জন্য নিম্নোক্ত ব্যবস্থা নেয়া যেতে পারে: ১. তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করে। ২. প্রতি একক দৈর্ঘ্যে প্যাঁচ বা পাক সংখ্যা বৃদ্ধি করে।
Question:তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কী?
কোনো পরিবাহীর মধ্যে দিযে তড়িৎ প্রবাহিত হলে এর চারপার্শ্বে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। একে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে।
Question:তড়িৎ মোটর কাকে বলে?
যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে বৈদ্যুতিক মোটর বা তড়িৎ মোটর বলে।
Question:জেনারেটর যান্ত্রিক শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে?
জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে।
Question:এসি জেনারেটরে পর্যায়বৃত্ত প্রবাহ পাওয়ার কারণ ব্যাখ্যা কর।
যখন আর্মেচারটিকে ঘুরানো হয় তখন আর্মেচার কুন্ডলী চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলোকে ছেদ করে এবং তড়িৎচৌম্বক ক্ষেত্রের আবেশের নিয়মানুসারে কুন্ডলীতে তড়িৎচ্চালক শক্তি আবিষ্ট হয়। যেহেতু আর্মেচারে বিভিন্ন অবস্থা কুন্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা পরিবর্তিত হয় সেহেতু আবিষ্ট তড়িৎচালক শক্তি বিভিন্ন সময় বিভিন্ন কুন্ডলীর দুই প্রান্ত দুটি পৃথক স্লিপ রিং এর সাহায্যে বহিঃবর্তনীর দুই প্রান্তের সাথে সংযুক্ত থাকে। এখানে কুন্ডলীর দুই পাশ যখন স্থান বিনিময় করে তাদের গতির দিক পূর্বের বিপরীত হয়ে যায়। ফলে তড়িৎ প্রবাহের দিক বিপরীত হয়ে যায়। কুন্ডলীর দুই প্রান্ত দুটো পৃথক স্লিপ রিং দ্বারা বহিবর্তনীর সাথে যুক্ত থাকায় বহিবর্তনীতে বিপরীতমুখী তড়িৎ পাওয়া যায়। এভাবে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত তড়িৎ পাওয়া যায়। এভাবে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হয় ফলে এসি জেনারেটর পর্যায়বৃত্ত প্রবাহ পাওয়া যায়।
Question:Wh কীসের একক?
Wh শক্তির একক।
Question:তড়িৎ পরিবহনের ট্রান্সফর্মার ব্যবহার করা হয় কেন?
তারের মধ্য দিয়ে কম বিভবের তড়িৎপ্রবাহ চালনা করলে শক্তির অপচয় বেশি হবে। তাই এক্ষেত্রে প্রথমে ট্রান্সফর্মার ব্যবহার করে বিভবের মান বৃদ্ধি করা হয়।
Question:রোধ কী?
পরিবাহকের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহকালে যে বাঁধার সম্মুখীন হয়, তাকে রোধ বলে।
Question:220V-60W এর অর্থ কী?
220V-60W এর অর্থ হলো সংশ্লিষ্ট তড়িৎ যন্ত্রটি 220V বিভব পার্থক্যে এর সর্বোচ্চ ক্ষমতার (60W) কাজ করে। প্রযুক্ত বিভবপার্থক্য 220V অপেক্ষা কম হলে এটি 60W অপেক্ষা কম ক্ষমতায় কাজ করবে।