Question:অ্যালুমিনিয়ামের হাঁড়ি=পাতিল পানিতে ভেসে থাকে কেন?
Answer
অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিলের উপর পানির প্লবতা বেশি হওয়ায় এটি পানিতে ভেসে থাকে। অ্যালুমিনিয়অমের দ্বারা অপসারিত পানির ওজন হাঁড়ি-পাতিলের ওজন থেকে হওয়া, তাই অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল পানিতে ভাসে। অর্থাৎ অ্যালুমিনিয়অমের হাড়ি পাতিলের ভিতরের অংশ ফাঁকা হওয়ায় হাড়ি পাতিলের উপর পানি কর্তৃক উর্ধ্বমুখী বল বেশি, ফলে হাড়ি পাতিল পানিতে ভাসে।