পদার্থের অবস্থা ও চাপ
  1. Question:পদার্থের প্লাজমা অবস্থা কী? ব্যাখ্যা কর। 

    Answer
    পদার্থের চতুর্থ অবস্থার নাম প্লাজমা। এই প্লাজমা হলো অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস। প্লাজমার বড় উৎস হচ্ছে সূর্য। তাছাড়াও অন্যান্য নক্ষত্রগুলোও প্লাজমার উৎস। প্রায় কয়েক হাজার ডিগ্রী সেলসিয়অস তাপমাত্রায় প্লাজমা অবস্থার উৎপত্তি হয়। গ্যাসের ন্যায় প্লাজমার কোন নির্দিষ্ট আকার বা আয়তন নেই। প্লাজমা কণাগেুলো তড়িৎ আধান বহন করে বলে প্লাজমা তড়িৎ পরিবাহী হিসেবে কাজ করে।

    1. Report
  2. Question:চাপের এসআই একক কী? 

    Answer
    চাপের এসআই একক প্যাসকেল।

    1. Report
  3. Question:আলপিন অপেক্ষা সুচ দিয়ে কোনো কিছু ছিদ্র করা সহজ কেন? 

    Answer
    আলপিন অপেক্ষা সুচের অগ্রভাগ অনেক বেশি তীক্ষ্ম। অর্থাৎ সুচের অগ্রভাগে ক্ষেত্রফল আলপিনের অগ্রভাগের ক্ষেত্রফল অপেক্ষা কম। তাই ছিদ্র করার সময় উভয়টিতে সমান বল প্রয়োগ করা হলে আলপিন অপেক্ষা সুচের অগ্রভাগে বেশি চাপ সৃষ্টি হয়। এ কারণে আলপিন অপেক্ষা সুচ দিয়ে কোনো কিছু ছিদ্র করা সহজ।

    1. Report
  4. Question:কয় শ্রেণির পদার্থ প্রবাহীর অন্তর্ভূক্ত? 

    Answer
    দুই শ্রেণির পদার্থ প্রবাহীর অন্তর্ভূক্ত।

    1. Report
  5. Question:পীড়নের একক ক? 

    Answer
    পিীড়নের একক `Nm^(-2)`

    1. Report
  6. Question:বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুমন্ডলের চাপ কমে কেন? 

    Answer
    রান্নার সময় জলীয় বাষ্পকে উপরের দিকে উঠে যেতে দেখা যায়। িএ থেকে বুঝা যায় বায়ু অপেক্ষা জলীয় বাষ্পের ঘনত্ব কম। এ কারণে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুর গড় ঘনত্ব হ্রাস পায়। এজন্য বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে চাপ হ্রাস পায়।

    1. Report
  7. Question:স্প্রিং নিক্তিতে মাপা সমান ওজনের লোহা ও তুলার মধ্যে কোনটির ভর বেশি? কেন? 

    Answer
    সমান ওজনের লোহা স্প্রিং নিক্তিতে মাপা ও তুলার মধ্যে তুলার ভর বেশি। সমান ভরের লোহার তুলনায় তুলার আয়তন অনেক বেশি। এজন্য বায়ুতে নিমজ্জিত অবস্থায় তুলার উপর প্লবতা বলও বেশি। তাই সমান ভরের লোহার তুলনায় তুলার ওজন কম। সুতরাং ওজন সমান হতে হলে লোহা তুলার ভর বেশি হতে হবে।

    1. Report
  8. Question:আপেক্ষিক গুরুত্ব কী? 

    Answer
    কোনো বস্তুর ওজন এবং `4^0C` তাপমাত্রার সম আয়তন পারিন ওজনের অণুপাতকে বস্তুর উপাদানের আপেক্ষিক গুরুত্ব বলে।

    1. Report
  9. Question:পানির ব্যাতিক্রমধর্মী প্রসারণ বলতে কী বোঝায়? 

    Answer
    তরল পদার্থে তাপ প্রয়োগ করলে তার আয়তন বড়। তাপ অপসারণে আয়তন কমে। কিন্তু `0^0C` তাপমাত্রার পানিতে উত্তপ্ত করলে এর আয়তন বাড়ে না বরং আয়তন কমে। `0^0C` পর্যন্তক এরূপ ঘটনা ঘটে।
    `4^0C` তাপমাত্রার পানিকে গরম বা ঠান্ডা যাই করা হোক না কেন তা প্রসারিত হয় যা তরল পদার্থের প্রসারণে ব্যতিক্রম। পানির এই প্রসারণকে পানির ব্যাতিক্রমী প্রসারণ বলে।

    1. Report
  10. Question:আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই কেন? 

    Answer
    একই জাতীয় দুটি রাশির (বস্তুর ওজন ও পানির ওজনের) অনুপাত একই বলে আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd