Question:নিউটনের প্রথম সূত্র থেকে কীভাবে জড়তা ও বলের ধারণা পাওয়া যায়?
Answer
নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে, বল প্রয়োগ না করলে স্থির বস্তুর স্থির এবং গতিশীল বস্তুর গতিশীল থাকতে চায়, অর্থাৎ বস্তু মাত্রই তার অবস্থা অক্ষুন্ন রাখতে চায়। একে জড়তা বলে। আর বল হচ্ছে এর গতীয় অবস্থা পরিবর্তনের কারণ। এ থেকে বলের ধারণা পাওয়া যায়।