বল
  1. Question:নিউটনের প্রথম সূত্র থেকে কীভাবে জড়তা ও বলের ধারণা পাওয়া যায়? 

    Answer
    নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে, বল প্রয়োগ না করলে স্থির বস্তুর স্থির এবং গতিশীল বস্তুর গতিশীল থাকতে চায়, অর্থাৎ বস্তু মাত্রই তার অবস্থা অক্ষুন্ন রাখতে চায়। একে জড়তা বলে। আর বল হচ্ছে এর গতীয় অবস্থা পরিবর্তনের কারণ। এ থেকে বলের ধারণা পাওয়া যায়।

    1. Report
  2. Question:নিউটনের গতির প্রথম সূত্রটি লেখ। 

    Answer
    বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে অর্থাৎ বস্তুর ওপর বলের লব্ধি শূন্য হলে স্থির বস্তু স্থির্ড িথাকবে এবং গতিশীল বস্তুর সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে।

    1. Report
  3. Question:মোটা কম্বল ঝুলিয়ে রেখে বেত দিয়ে আঘাত করলে কম্বল হতে ধুলোবালি ঝড়ে পড়ে কেন? 

    Answer
    মোটা কম্বল ঝুলিয়ে রেখে বেত দিয়ে আঘাত করলে কম্বলের সব জায়গায় আঘাত সমানভাবে পড়ে না। ফলে স্থিতি জড়তার কারণে কম্বলের ধূলোবালি ঝড়ে পড়ে এবং কম্বলটি গতি জড়তার কারণে দূরে সরে যায়।

    1. Report
  4. Question:ঋণাত্মক ত্বরণ কাকে বলে? 

    Answer
    আমরা জানি, সময়ের সাথে বস্তুর বেগ এর পরিবর্তনের হারকে ত্বরণ বলে। যখন সময়ের সাথে বস্তুর বেগ হ্রাস পায় তখন বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। একে মন্দনও বলা হয়।

    1. Report
  5. Question:নৌকা থেকে লাফ দিলে তা পিছনের দিকে পিছিয়ে যায় কেন? 

    Answer
    নৌকা হতে লাফ দেয়ার পূর্বে আরোহী ও নৌকা উভয়ই স্থির থাকে, ফলে তাদের মোট ভরবেগ শূন্য । লাফ দিলে আরোহী বেগ প্রাপ্ত হয়ে সম্মুখ দিকে এগিয়ে যায়, অর্থাৎ সম্মুখ দিকে ভরবেগ প্রাপ্ত হয়। ভরবেগের নিত্যতা সূত্রানুযায়ী, লাফের পর মোট ভরবেগের মান শূন্য হবে। তাই দেখা যায় নৌক সমান ভরবেগে পিছনের দিকে সরে যায়।

    1. Report
  6. Question:ঘর্ষণ কী? 

    Answer
    দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে অথবা চলতে থাকে তাহলে বস্তুদ্বয়ের স্পর্শ তলে এ গতির বিরুদ্ধে যে বাধার উৎপত্তি হয় তাকে ঘর্ষণ বল বলে।

    1. Report
  7. Question:সময় ও সুষম ত্বরণের লেখ চিত্র হতে নতি কেমন হবে? 

    Answer
    সুষম ত্বরণের ক্ষেত্রে ত্বরণ ধ্রুব। সুতরাং সময় বনাম ত্বরণের লেখ চিত্র হবে সময় অক্ষের সমান্তরাল সরল রেখা। এর নতি শূন্য হবে।

    1. Report
  8. Question:নিউটনের কোন গতিসূত্রকে জড়তার সূত্র বলা হয়? 

    Answer
    নিউটনের ১ম গতিসূত্রকে জড়তার সূত্র বলা হয়।

    1. Report
  9. Question:ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব- স্বপক্ষে যুক্তি দাও। 

    Answer
    ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। আপাতদৃষ্টিতে মনে হয় ঘর্ষণের কোনো প্রয়োজন নেই। কিন্তু ঘর্ষণ না থাকলে কোনো বস্তু একই বাঁধাহীন পথে অবিরাম চলতে থাকত। আবার ঘর্ষণ না থাকলে আমরা হাটতে পারতাম না, পিছলে যেতাম। কাঠে পেরেক বা স্ক্রু আটকে থাকতো না। দড়িতে কোনো গিরো দেওয়া সম্ভব হতো না। কোনো কিছু আমরা ধরে রাখতে পারতাম না। অর্থাৎ ঘর্ষণ না থাকলে আমরা নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতাম। সুত্ররাং ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব।

    1. Report
  10. Question:নিউটনের তৃতীয় সূত্রটি লেখ। 

    Answer
    প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd