Question:ত্বরণের একক লিখ।
Answer
ত্বরণের একক `ms^(-2)`।
Question:ত্বরণের একক লিখ।
ত্বরণের একক `ms^(-2)`।
Question:কোনো বস্তুর ভরবেগ `500ms^(-1)` বলতে কী বোঝ?
কোনো বস্তুর ভরবেগ `500ms^(-1)` বলতে বুঝায়- কোনো নির্দিষ্ট ভরের গতিশীল বস্তুর ভর ও বেগের গুণফল `500ms^(-1)` অর্থাৎ বস্তুর ভর x বেগ = `500kgxxm/s`
Question:অসম বেগে চলমান বস্তুর বেগ কিসের ওপর নির্ভর করে?
অসম বেগে চলমান বস্তুর বেগ সময়ের ওপর নির্ভর করে।
Question:পর্যায়কাল কাকে বলে?
পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে সেই সময়কে পর্যায়কাল বলে।
Question:স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যকার পার্থক্য ব্যাখ্যা কর।
যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না তাদেরকে স্কেলার রাশি বলে। অপরদিকে, যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। শুধু মানের পরিবর্তনের দ্বারা স্কেলার রাশি পরিবর্তিত হয়। অপর পক্ষে, শুধু মানের বা শুধু দিকের বা উভয়ের পরিবর্তনের দ্বারা ভেক্টর রাশি পরিবর্তিত হয়।
Question:অসম দ্রুতি কী?
বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে তাহলে সে দ্রুতিকে অসম দ্রুতি বলে।
Question:সরণ কাকে বলে?
পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো দির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে।
Question:সম-বেগে চলন্ত বস্তুর ত্বরণ নেই কেন? ব্যাখ্যা কর।
সমবেগে চলন্ত বস্তুর বেগের মানের পরিবর্তন ঘটে না বলে বেগের পরিবর্তনের হার শূন্য হয়। এর কারণে ত্বরণও শূন্য হয়। অর্থাৎ `a=(v-u)/t=(v-v)/t`
Question:সুষম দ্রুতি কী?
কোনো ব্সতুর গতিকালে বস্তুটি যদি সর্বদা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ঐ বস্তুর দ্রুতিকে সূষম দ্রুতি বলে।
Question:অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য লেখ।
(ক) অতিক্রান্ত দূরত্ব: গতিশীল কণার প্রাথমিক এবং শেষ অবস্থানের মধ্যবর্তী পথের দৈর্ঘ্য বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব। সরণ: একটি নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তু কণার অবস্থানের পরিবর্তনই বস্তুর সরণ। (খ) অতিক্রান্ত দূরত্ব: অতিক্রান্ত দূরত্বের শুধু মান আছে; দিক নেই। তাই এটি স্কেলার রাশি। সরণ: সরণের মান ও দিক উভয়ই আছে বলে এটি ভেক্টর রাশি। (গ) অতিক্রান্ত দূরত্ব: কোনো গতিশীল কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারে না। সরণ: কোনো গতিশীল কণার সরণ শূন্য হতে পারে।