Question:দ্রুতি কী রাশি?
Answer
দ্রুতি স্কেলার রাশি।
Question:দ্রুতি কী রাশি?
দ্রুতি স্কেলার রাশি।
Question:বেগ কাকে বলে?
সময়ের সাথে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে।
Question:সুষম ত্বরণ ব্যাখ্যা কর।
যদি কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার ধ্রুব হয় বা সর্বদা প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির পরিমান একই থাকে তাহলে ঐ বস্তুর ত্বরণকে বলা হবে সুষম ত্বরণ। সুষম ত্বরণের একটি উদাহরণ হলো অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ। যদি একটি বস্তু মুক্তভাবে পড়তে থাকে তখন তার ত্বরণ হয় `9.8ms^(-2)` অর্থাৎ বস্তুটি যখন ভূ-পৃষ্ঠের দিকে আসতে থাকে তখন এর বেগ প্রতি সেকেন্ডে `9.8ms^(-2)` হারে বাড়তে থাকে।
Question:কোন বস্তুর সরণের হারকে কী বলে?
কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে।
Question:একটি পাকা আম বৃন্তচ্যুত হয়ে নিচে পড়তে থাকলে এর বেগের কোনো পরিবর্তন হবে কি?- ব্যাখ্যা কর।
একটি পাকা আম যখন গাছের বৃন্তে থাকে তখন তা স্থির অবস্থায় থাকে তখন এতে বিভব শক্তি সঞ্চিত থাকে, কোনো গতি শক্তি থাকে না। যখন আমটি বৃন্তচ্যুত হয় তখন আমটি নিচের দিকে অভিকর্ষজ ত্বরণের প্রভাবে পড়ে অর্থাৎ বেগ বৃদ্ধি পেতে থাকে। যেহেতু আমটি নিচের দিকে অভিকর্ষজ ত্বরণের প্রভাবে পড়তে থাকে সেহেতু আমের বেগ প্রতি সেকেন্ডে `9.8ms^(-1)` হারে পরিবর্তিত হতে থাকে।
Question:মন্দন কাকে বলে?
সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দুন বলে।
Question:তাৎক্ষণিক বেগ ব্যাখ্যা কর।
িএকটি বস্তু চলার সময় এর বেগ বিভিন্ন সময় বিভিন্ন হতে পারে, যেমন ত্বরণে গতিশীল বস্তু বেগ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। এ অবস্থায় কোনো বিশেষ মুহূর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলে। ঐ মুহূর্তে অতি ক্ষুদ্র সময় ব্যবধানের সরণকে ঐ ক্ষুদ্র সময় দ্বারা ভাগ করলে ঐ মুর্হর্তের তাৎক্ষণিক বেগ পাওয়া যায়।
Question:স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে বেগ বনাম সময় লেখ-এর প্রকৃতি কীরূপ হয়?
স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে বেগ বনাম সময় লেখ একটি মূলবিন্দুগামী সরলরেখা হবে।
Question:একটি মোটরগাড়ি `2ms^(-2)` সুষম ত্বরণে চলা শুরু করল বলতে কী বোঝ?
আমরা জানি কোন বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে সে ত্বরণকে সুষম ত্বরণ বলে। মোটরগাড়িটি `ms^(-2)` সুষম ত্বরণে চলা শুরু করল বলতে বুঝায় গাড়িটির বেগ প্রতি সেকেন্ডে `ms^(-1)` হারে বৃদ্ধি পায়।
Question:দ্রতি কাকে বলে?
যেকোনো দিকে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে।