Question:তিনটি বারোমাসি ফলের নাম লেখ।
Answer
তিনটি বারোমাসি ফলের নাম- ১. পেঁপে; ২. কলা এবং ৩. নারিকেল।
Question:তিনটি বারোমাসি ফলের নাম লেখ।
তিনটি বারোমাসি ফলের নাম- ১. পেঁপে; ২. কলা এবং ৩. নারিকেল।
Question:খাদ্য কী?
আমরা যা খেয়ে বেঁচে থাকি, তাই খাদ্য।
Question:পুষ্টি কী?
পুষ্টি হলো জীবদেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্যে প্রয়োজনীয় সকল উপাদান।
Question:কোন ধরনের খাদ্যে আমাদের দেহের প্রয়োজনীয় সকল উপাদান পরিমাণ মতো থাকে?
সুষম খাদ্যে।
Question:শর্করার কাজ কী?
শর্করার কাজ আমাদদের শরীরে শক্তি যোগান দেওয়।
Question:ভিটামিন কী?
ভিটামিন খাদ্যের একটি উপাদান।
Question:ভিটামিনের কাজ কী?
এটি আমাদের রোগ থেকে রক্ষা করে।
Question:সুষম খাদ্য কী?
যে খাদ্যে প্রয়োজনীয় সকল উপাদান পরিমাণ মতো থাকে তাকে সুষম খাদ্য বলে।
Question:শিমের বিচি ও ডিমে কোন ধরনের পুষ্টি উপাদান প্রচুর পরিমাণে রয়েছে? আমাদের দেহে আমিষের তিনটি কাজ লেখ।
শিমের বিচি ও ডিমে প্রচুর পরিমাণে আমিষ রয়েছে। আমিষের তিনটি কাজ হলো- ১. আমিষ আমাদের দেহ গঠন করে। ২. দেহের মাংস পেশির ক্ষয়পূরণ করে। ৩. রক্তা তৈরি করে।
Question:শর্করা ও চর্বির ১টি করে উৎসের নাম লেখ। আমাদের দেহে চর্বি ও পানির কাজ তিনটি বাক্যে লেখ।
শর্করা উৎস ধান এবং চর্বির উৎস সয়াবিন তৈল। চর্বি আমাদের শক্তি যোগায়। এটি দেহ গরম রাখে। পানি খাদ্য হজম ও শোষণে সহায়তা করে।