Home  • Programming • HTML5

Tutorial HTML5 Lesson 1

ওয়েবে বিভিন্ন ফরমের ইনপুট ডাটার ভেলিডেশন চেক করার জন্য ব্যবহার করতে হতো জাভাস্ক্রিপ্ট। এখন HTML5 এর মাধ্যমে শুধু কোডিং করলেই চলবে। সয়ংক্রিয়ভাবে ভেলিডেশন চেক হবে। তাহলে দেখে নেই সাধারন কিছু ফরম অবজেক্টের জন্য প্রয়োজনীয় কোড
<input type="search">
<input type="tel">
<input type="url">
<input type="email">
<input type="datetime">
<input type="date">
<input type="month">
<input type="week">
<input type="time">
<input type="datetime-local">
<input type="number">
<input type="range">
<input type="color">
আরও নতুন কয়েকটি ট্যাগঃ
এছাড়াও কনটেন্টসমুহকে সুবিন্নস্ত করতে বেশ কিছু নতুন ট্যাগ দেখতে পাব। এই ট্যাগগুলোর জন্য আগে আমাদের সিএসএস ব্যবহার করতে হতো।
<header> </header>
আগে যেখানে <div id="header"> ব্যাবহার করা হতো সেখানে ্ই ট্যাগ ব্যাবহার করলেই চলবে। লগো বা প্রাথমিক নেভিগেশন এর মধ্যে রাখাই ভাল।
<footer> </footer>
ফুটারের তথ্য সমুহ এই ট্যাগের মধ্যে রাখতে পারেন।
<section> </section>
কনটেন্টের যে অংশটি বারবার পূনরাবৃত্তি হবে (অর্থাৎ উইজেট এরিয়া) তা এই অংশে রাখাটা বাঞ্চনীয়।
<article> </article>
মূল কনটেন্ট এ অংশে থাকবে। ব্লগের ক্ষেত্রে এই অংশেই মূল পোষ্টটি রাখা যেতে পারে।
<aside> </aside>
মূল কনটেন্টের সারমর্ম বা মেটা ডাটা বা ফুটনোট এই অংশে থাকতে পারে।

Comments 0


Share

Copyright © 2024. Powered by Intellect Software Ltd