Home  • Online Tips • Recipe

দেশের বিভিন্ন জেলা যে খাবারের জন্য বিখ্যাত

০১-নাটোর-কাঁচাগোল্লা-০২০১) নাটোর-কাঁচাগোল্লা ০২) রাজশাহী—আম ০৩) টাঙ্গাইল—পোড়াবাড়ির চমচম ০৪) দিনাজপুর—লিচু, চিড়া, পাপড় ০৫) বগুড়া—দই ০৬) ঢাকা-বাকরখানি ০৭) কুমিল্লা-রসমালাই ০৮) চট্রগ্রাম -মেজবান,শুটকি ০৯) বরিশাল-আমড়া ১০) খুলনা -সন্দেশ, নারিকেল, গলদা চিংড়ি ১১) সিলেট-কমলালেবু, চা, সাতকড়ার আচার ১২) নোয়াখালী-নারকেলের নাড়ু,ম্যাড়া পিঠা ১৩) রংপুর —আখ ১৪) গাইবান্ধা -রসমঞ্জরী ১৫) চাঁপাইনবাবগঞ্জ -আম,শিবগঞ্জের চমচম,কলাইয়ের রুটি ১৬) পাবনা -ঘি ১৭) সিরাজগঞ্জ-পানতোয়া, ধানসিড়িঁর দই ১৮) গাজীপুর-কাঠাল, পেয়ারা ১৯) ময়মনসিংহ-মুক্তাগাছার মন্ডা ২০) জামালপুর-ছানার পোলাও, ছানার পায়েস ২১) শেরপুর -ছানার চপ ২২) মুন্সীগঞ্জ-ভাগ্যকুলের মিষ্টি ২৩) নেত্রকোনা- বালিশ মিষ্টি ২৪) ফরিদপুর—খেজুরের গুড় ২৫) রাজবাড়ী -চমচম ২৬) মাদারীপুর-রসগোল্লা ২৭) সাতক্ষীরা-সন্দেশ ২৮) বাগেরহাট-চিংড়ি, সুপারি ২৯) যশোর-খৈ, খেজুর গুড়, জামতলার মিষ্টি ৩০) নড়াইল -পেড়া সন্দেশ,খেজুর রস ৩১) কুষ্টিয়া-তিলের খাজা, কুলফি আইসক্রিম ৩২) মেহেরপুর-মিষ্টি সাবিত্রি, রসকদম্ব ৩৩) চুয়াডাঙ্গা-পান ৩৪) ভোলা - নারিকেল, মহিষের দুধের দই ৩৫) পিরোজপুর-পেয়ারা, নারিকেল, সুপারি, আমড়া ৩৬) নরসিংদী-সাগর কলা ৩৭) নওগাঁ-চাল, সন্দেশ ৩৮) রাঙ্গামাটি-আনারস, কাঠাল, কলা ৩৯) কক্সবাজার -মিষ্টিপান ৪০) ফেনী- মহিশের দুধের ঘি, খন্ডলের মিষ্টি ৪১) চাঁদপুর-ইলিশ ৪২) ব্রাহ্মণবাড়িয়া-তালের বড়া, ছানামুখী ৪৩) মৌলভিবাজার-ম্যানেজার স্টোরের রসগোল্লা

Comments 3


এই পোস্ট পড়তে পড়তেই আমার পেট ভরে গেছে। বাস্তবে আর যেয়ে খাওয়ার প্রয়োজন হবে না আশা করি। যখনই খেতে ইচ্ছা করবে একবার করে পড়ে নিব এই লিস্টটি। (ধন্যবাদ)
সাধারণ জ্ঞান বৃদ্ধি পেলেই হবে।
sir, সিরাজদিখান এঁর খিরসা- কথায়? না খেলে জানবেন না যে সেটা বিশ্বসেরা! অসাধারণ এক জিনিষ!
Copyright © 2024. Powered by Intellect Software Ltd