Home  • Online Tips • Study

কুইজ-০১ : জীব ও আমাদের পরিবেশ

1. কীট পতঙ্গ ও পাখি উদ্ভিদকে সহায়তা করে ?

A) সালোকসংস্লেষণে
B) পরাগায়নে
C) কার্বন ডাইঅক্সাইড উৎপাদনে
D) খাদ্য উৎপাদনে

2. নিজের খাদ্য তৈরি করতে পারে এমন জীব কোনটি ?

A) মানুষ
B) ছাগল
C) কলাগাছ
D) ছত্রাক

3. একটি প্রজাপতি ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে। এক্ষেত্রে কোনটি ঘটবে ?

A) বায়ু পরাগায়ন
B) পতঙ্গ পরাগায়ন
C) পানি পরাগায়ন
D) প্রাণী পরাগায়ন

4. প্রাণীর শ্বাসকার্যে গ্রহনকারী উপাদান কি ?

A) কার্বন ডাইঅক্সাইড
B) ম্যাগনেসিয়াম
C) নাইট্রোজেন
D) অক্সিজেন

5. উদ্ভিদের সবুজ পাতায় বিদ্যমান কনিকার নাম কি ?

A) নাইট্রোজেন
B) ক্লোরোফিল
C) ম্যাগনেসিয়াম
D) পটাসিয়াম

6. প্রযুক্তির উদ্ভাবনে কোনটির প্রয়োজন ?

A) আর্থিক সামর্থ্য
B) দৈহিক সামর্থ্য
C) বিজ্ঞানের জ্ঞান
D) বংশগত পরিচয়

7. খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান ক্লোরোফিল পাওয়া যাবে না কোনটিতে ?

A) ছত্রাক
B) ফার্ন
C) মরিচ
D) বেগুন

8. প্রানী শ্বাসকার্যে কোনটি ত্যাগ করে ?

A) অক্সিজেন
B) কার্বন ডাইঅক্সাইড
C) পানি
D) নাইট্রোজেন

9. উদ্ভিদের কোনটি সূর্যের আলোক শক্তিকে শোষণ করে পানি ও কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে ?

A) মূল
B) কান্ড
C) সবুজ পাতার ক্লোরোফিল
D) শিকড়

10. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি তৈরি করে ?

A) অক্সিজেন
B) নাইট্রোজেন
C) খাদ্য
D) কার্বন ডা্ইঅক্সাইড


Comments 0


Copyright © 2024. Powered by Intellect Software Ltd