সাধারণ জ্ঞান-BCS ও অন্যান্য প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রয়োজনীয়
(বিজ্ঞান ও প্রযুক্তি)
পারমনবিক বোমার আবিস্কারক – ওপেন হেইমার ।
পারমনবিক বোমা তৈরীতে রাসায়নিক পদার্থের নাম – ইউরেনিয়াম (U235-U238) ।
বাংলাদেশের যে পাহড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে – কুলাউড়া, মৌলভীবাজার ।
ইউরেনিয়াম মাধ্যমে কি ধরনের শক্তি উৎপন্ন করা যায় – ১ কেজি ইউরেনিয়াম যে পরিমান বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যায় ঐ পরিমান বিদ্যুৎ উৎপন্ন করতে ১৭০০ টন তেল বা ৪৫০০ টন কয়লা লাগবে….
পারমানবিক বোমা কোন সূত্রের ব্যবহারিক জ্ঞান- E=mc2
সমুদ্রের পানিতে লবনের পরিমাণ – ২.৫৬% ।
লবনের সংকেত- Nacl
চিনির সংকেত- C12H22O11
সাবানের সংকেত- C17H35COONA
ব্লিচিং পাউডার এর সংকেত- CA(OCL)CL
প্যারিস প্লাস্টার- (CASO4)2 H2O (হাত পায়ের অস্থি ভেঙ্গে গেলে জোড়া লাগানোর কাজের ব্যবহার করা হয় অর্থাৎ পা ভেঙ্গে যাওয়ার পর সাদা পাউডারের যে প্লাস্টার করা হয়)
ফিটিকিরির সংকেত – K2SO4 AL2(SO4)3 24H2O (ময়লা পানি পরিস্কারের কাজে ব্যবহার করা হয়)।
ক্যান্সার রোগের কারণ – কোষের অস্বাভাবিক বৃদ্ধি ।
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গ্যাসের নাম – রেডন ।
মানুষের রক্তের PH- 7.4 ।
মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য – ১৮ ইঞ্চি ।
একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে রক্ত থাকে – ৫-৬ লিটার ।
মানুষের ক্রোমোজমের সংখ্যা – ২৩ জোড়া ।
একজন মানুষের দেহের হাড় সংখ্যা – ২০৬ টি ।
মানুষের মাথার সেল সংখ্যা – ২২০০০০০ ।
মানুষের রক্তে রক্ত কণিক আছে – তিন প্রকার ।
রেফ্রিজারেটরে যে গ্যাস থাকে তার নাম – ফ্রেয়ন ।
কাঁচা কলা পাকানো হয় – ইথিলিন (C2H4)দিয়ে ।
প্লাসটিক(PVC)তৈরী হয়- অ্যাসিলিটিন (C2H2)দিয়ে ।
কাচঁ তৈরির প্রধান কাঁচামাল- বালি ।
পাতার সবুজ বর্ণ বিবর্ণ হয় – ক্যালসিয়ামের অভাবে ।
চাঁদে সবচেয়ে বড় গর্তের নাম- ক্লেভিয়াস ।
শান্ত সমুদ্র অবস্থিত –চন্দ্রে ।
টেলিভিশন আবিস্কারক(সাদা কালো)- জন লগি বেয়ার্ড(জাতীয়তা স্কটিশ)আবিস্কারের সাল- ১৯২৩ ইং আবিস্কারকের জন্ম-১৮৮৮ ইং আবিস্কারকের মৃত্যু ১৯৪৬ ইং ।
টেলিভিশন আবিস্কারক(রঙিন) জন লগি বেয়ার্ড(জাতীয়তা স্কটিশ)আবিস্কারের সাল- ১৯২৮ ইং আবিস্কারকের জন্ম- ১৮৮৮ ইং আবিস্কারকের মৃত্যু ১৯৪৬ ইং ।
উড়োজাহাজ আবিস্কারক উইলবার রাইট ও অরভিল রাইট (জাতীয়তা আমেরিকান)আবিস্কারের সাল- ১৯০৩ ইং আবিস্কারকের জন্ম-১৮৬৭,১৮৭১ ইং আবিস্কারকের মৃত্যু ১৯১২,১৯৪৮ ইং ।
এক্স-রে আবিস্কারক- ডব্লিউ.কে.রঞ্জেন(জাতীয়তা জার্মান)আবিস্কারের সাল- ১৮৯৫ ইং আবিস্কারকের জন্ম-১৮৪৫ ইং আবিস্কারকের মৃত্যু ১৯২৩ ইং ।
কম্পিউটার(ল্যাপটপ) আবিস্কারক- ক্লাইভ সিনক্লেয়ার (জাতীয়তা ইংলিশ)আবিস্কারের সাল- ১৯৮৭ ইং আবিস্কারকের জন্ম-১৯৪০ ইং আবিস্কারকের মৃত্যু *** ইং ।
ক্যামেরা আবিস্কারক- জর্জ ইস্টম্যান(জাতীয়তা আমেরিকান)আবিস্কারের সাল- ১৮৮৮ ইং আবিস্কারকের জন্ম-১৮৫৪ ইং আবিস্কারকের মৃত্যু ১৯৩২ ইং ।
এয়ার কন্ডিশনার আবিস্কারক- ডব্লিউ.এইচ.ক্যারিয়ার(জাতীয়তা আমেরিকান)আবিস্কারের সাল- ১৯০২ ইং আবিস্কারকের জন্ম-১৮৭৬ ইং আবিস্কারকের মৃত্যু ১৯৫০ ইং ।
অক্সিজেন আবিস্কারক- যোসেফ প্রিষ্টলি(জাতীয়তা ইংলিশ)আবিস্কারের সাল- ১৭৭৪ ইং আবিস্কারকের জন্ম-১৭৩৩ ইং আবিস্কারকের মৃত্যু ১৮০৪ ইং ।
হেলিকপ্টার আবিস্কারক- ইগর সিকরস্কি(জাতীয়তা আমেরিকান)আবিস্কারের সাল- ১৮৩৯ ইং আবিস্কারকের জন্ম-১৮৮৯ ইং আবিস্কারকের মৃত্যু ১৯৭২ ইং ।
মানুষের চোখের দর্শানুভূতির স্থায়িত্বকাল -০.১ সেকেন্ড ।
বৃষ্টির ফোটা গোলাকার হয়- পৃষ্ঠটানের কারণে ।
ফুল ফোটাই যে হরমোন – ফ্লোরিজেন।
দুধকে টক করে- ব্যাকটেরিয়া ।
ম্যালেরিয়া শব্দের অর্থ- দুষিত বাতাস ।
কোন শব্দ শোনার পর এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে- ০.১ সেকেন্ড পর্যন্ত ।
শব্দের বেগ বেশি – কঠিন মাধ্যমে ।
কোষের মস্তিষ্ক বলা হয় – নিউক্লিয়াসকে ।
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র- সিসমোগ্রাফ ।
উড়োজাহাজের গতি নির্ণায়ক য্ন্ত্র- ট্যাকোমিটার ।
কম্পিউটারের স্থায়ী মেমোরি- ROM ।
কম্পিউটারের অস্থায়ী মেমোরি- RAM ।
মস্তিষ্কের ওজন- ১.৩৬ কেজি ।
পুর্ণবয়স্ক মানুষের হৃদপিন্ডের ওজন- ৩০০ গ্রাম ।
স্বর্ণের খাদ বের করতে যে এসিড ব্যবহার করা হয় তার নাম- নাইট্রিক এসিড(২৪তম বিসিএস) ।
তামা ও দস্তার মিশ্রণে তৈরী হয়- পিতল ।
হাড় ও দাঁতকে মজবুত করে- ফসফরাস(২৬তম বিসিএস) ।
মানুষ প্রতিদিন- ১ থেকে ১.৫ লিটার মূত্র নিঃসৃত করে ।
ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা- এসিড মশা(৩০তম বিসিএস)।
চাঁদে কোন শব্দ করলে শোনা যায় না কেন- চাঁদে কোন বায়ুমন্ডল নেই বলে(১৬তম বিসিএস) ।
শুষ্ক বরফের সংকেত – CO2 (হিমায়িত কার্বন ডাইঅক্সাইড) (২৬তম বিসিএস) ।
প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ- উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়(২৭,১০তম বিসিএস)
বৈদ্যুতিক বালভের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরী- টাংস্টেন(২৯তম বিসিএস) ।
সমুদ্রের গভীরতা মাপা হয়- ফ্যাদোমিটার দিয়ে(২০তম বিসিএস) ।
রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বাহির হয়- গামা রশ্মি(১৬তম বিসিএস) ।
ক্যালকুলেটর আবিস্কারক- চার্লস ব্যাবেজ(জাতীয়তা ইংলিশ)আবিস্কারের সাল- ১৮৩৩ ইং আবিস্কারকের জন্ম-১৭৯২ ইং আবিস্কারকের মৃত্যু ১৮৩৩ ইং ।
ক্যাসেট আবিস্কারক(অডিও)- ফিলিপ্স কোম্পানী(জাতীয়তা ডাচ)আবিস্কারের সাল- ১৯৬৩ ইং ।
ক্যাসেট আবিস্কারক(ভিডিও)- সনি কোম্পানী(জাতীয়তা জাপানি)আবিস্কারের সাল- ১৯৬৩ ইং ।
দোলক ঘড়ি আবিস্কারক- সি.হাইজেন্স(জাতীয়তা ডাচ)আবিস্কারের সাল- ১৬৫৭ ইং আবিস্কারকের জন্ম-১৬২৯ ইং আবিস্কারকের মৃত্যু ১৬৯৫ ইং ।
ভারি পানির সংকেত- D2O ।
আমরা যে চক দিয়ে লিখি তা হল – ক্যালসিয়াম কার্বনেট(CaCO3)বা চুনাপাথর ।
চুনের পানি বা চুনের সংকেত- Ca(OH) ।
কম্পিউটার সিস্টেমের প্রসেসরকে বলা হয়- ব্রেইন ।
সবচেয়ে বড় ঘাস- বাঁশ ।
একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে- পাঁচটি ।
একটি রানী মৌমাছি ডিম পাড়ে- ১০০০ বার ।
কার রক্ত বর্ণহীন- তেলাপোকার ।
পেচা দিনে – চোখে দেখে না ।
মৌমাছির পা- ৬টি ।
মাকড়সার পা- ৮টি ।
কেঁচো শ্বাস প্রশ্বাস চালায়- ত্বকের সাহায্যে ।
পূর্ণবয়স্ক ব্যক্তির ফুসফুসে বায়ু ধারণ ক্ষমতা- ৬লিটার ।
টেলিফোন আবিস্কারক- আলেকজন্ডার গ্রাহাম বেল(জাতীয়তা আমেরিকান)আবিস্কারের সাল- ১৮৭৬ ইং আবিস্কারকের জন্ম-১৮৪৭ ইং আবিস্কারকের মৃত্যু ১৯২২ইং ।
বৈদ্যুতিক পাখা আবিস্কারক- এস.এস.হুইলার(জাতীয়তা আমেরিকান)আবিস্কারের সাল- ১৮৮২ ইং আবিস্কারকের জন্ম-১৮৬০ ইং আবিস্কারকের মৃত্যু ১৯২৩ ইং ।
মাইক্রোফোন আবিস্কারক- ইমাইল বার্লিনার(জাতীয়তা আমেরিকান)আবিস্কারের সাল- ১৮৭৭ ইং আবিস্কারকের জন্ম-১৮৫১ ইং আবিস্কারকের মৃত্যু ১৯২৯ ইং ।
রেফ্রিজারেটর আবিস্কারক- জ্যাকোব পারকিন্স(জাতীয়তা ইংলিশ)আবিস্কারের সাল- ১৮৩৪ ইং আবিস্কারকের জন্ম-১৭৬৬ ইং আবিস্কারকের মৃত্যু ১৮৪৯ ইং ।
Virus হল- Vital information Resources Under Seize ।
মস্তিষ্কের তিন অংশ- গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, মেডুলা ।
মেরুদন্ডের প্রতিটি অস্থিকে- কশেরুকা বলে ।
রকেট ও জেট বিমানে জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়- তরল অক্সিজেন ।
আকাশ নীল দেখায়- নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে ।
আয়নার পশ্চাতে পারদ ব্যবহৃত হয় ।
সর্বাধিক বিদ্যুৎ পরিবাহী ধাতু- কপার ও তামা ।
কত ক্যারেটের স্বর্ণকে বিশুদ্ধ স্বর্ণ বলা হয়- ২৪ ক্যারেট ।
লিথিয়াম হল- সবচেয়ে হালকা ধাতু ।
ওসমিয়াম হল- সবচেয়ে ঘনধাতু ।
সবচেয়ে মূল্যবান ধাতু- প্লাটিনাম ।
বৈদ্যুতিক বিলের হিসাব কিভাবে করা হয়-কিলোওয়াট ঘন্টায়(২৮তম বিসিএস) ।
তিন মূখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ গঠিত হয়- লাল, নীল, সবুজ তথা RGB।
‘সিডর’ কোন ভাষার শব্দ : সিংহলি যার অর্থ চোখ ।
টলেমি কি ছিলেন- জ্যাতির্বিদ(১৮তম বিসিএস) ।
কত বছর পর হ্যালির ধূমকেতু দেখা যায়- ৭৬ বছর(৩০তম বিসিএস) ।
সমুদ্র পৃষ্ঠের বায়ুর চাপ প্রতি বর্গ সে:মি: এ- ১০ নিউটন (২৬তম বিসিএস)।
জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়- ৬ ঘন্টা ১৩ মি. পর (২৯তম বিসিএস)।
পানির তলায় মাটি কাটার যন্ত্রের নাম- ড্রেডলার।
বধির লোকদের শোনার সাহায্যকারী যন্ত্র- ইয়ার ট্রাম্পেট ।
জিওলজি(Geology)হল- ভূ-তত্ত্ববিদ্যা।
জুওলজি(Zoology)হল- প্রাণীবিদ্যা ।
সূর্যোদয়ের দেশ বলা হয়- জাপানকে।
বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ- ইন্দোনেশিয়া।
‘বিশ্ব পরিসংখ্যান দিবস’- ২০ অক্টোবর।
‘ক্যাম্প নামা’ কোন দেশের কারাগার- ইরাক।
পানামার বিমান সংস্তার নাম- কোপা।
পৃথিবীর ছাদ বলা হয়- পামির মালভূমিকে।
ডিনামাইট আবিস্কারক- আলফ্রেড নোবেল (জাতীয়তা সুইডিশ) আবিস্কারের সাল- ১৮৬৬ ইং আবিস্কারকের জন্ম-১৮৩৩ ইং আবিস্কারকের মৃত্যু ১৮৯৬ ইং ।
যুদ্ধ ট্যাংক আবিস্কারক- ই. ডি. সুইন্টন (জাতীয়তা ইংলিশ) আবিস্কারের সাল- ১৯১৪ ইং আবিস্কারকের জন্ম-১৮৬৮ ইং আবিস্কারকের মৃত্যু ১৯৫১ ইং ।
টেলিস্কোপ আবিস্কারক- গ্যালিলিও গ্যালিলি (জাতীয়তা ইতালিয়ান) আবিস্কারের সাল- ১৬০৯ ইং আবিস্কারকের জন্ম-১৫৬৪ ইং আবিস্কারকের মৃত্যু ১৬৪২ ইং ।
ট্রান্সফরমার আবিস্কারক- ডাব্লিউ. স্ট্যানলি (জাতীয়তা আমেরিকান) আবিস্কারের সাল- ১৮৫৫ ইং আবিস্কারকের জন্ম-১৮৫৮ ইং আবিস্কারকের মৃত্যু ১৯১৬ ইং ।
কলম আবিস্কারক- এল. ই. ওয়াটারম্যান (জাতীয়তা আমেরিকান) আবিস্কারের সাল- ১৮৮৪ ইং আবিস্কারকের জন্ম-১৮৩৭ ইং আবিস্কারকের মৃত্যু ১৯০১ ইং ।
বৈদ্যুতিক বাল্ব আবিস্কারক- টমাস আলবা এডিসন (জাতীয়তা আমেরিকান) আবিস্কারের সাল- ১৮৭৯ ইং আবিস্কারকের জন্ম-১৮৪৭ ইং আবিস্কারকের মৃত্যু ১৯৩১ ইং ।
ফটোকপিয়ার আবিস্কারক- সি. এফ. কার্লসন (জাতীয়তা আমেরিকান) আবিস্কারের সাল- ১৯৩৮ ইং আবিস্কারকের জন্ম-১৯০৬ ইং আবিস্কারকের মৃত্যু ১৯৬৮ ইং।
ঘাস কাটার যন্ত্র- লন মোয়ার ।
সাইকোলজি(Psychology)হল- মনোবিদ্যা ।
বোটানি(Botany)হল- উদ্ভিদবিদ্যা।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার- তিহানে-১।
বিশ্বের বৃহত্তম লাইব্রেরি- লাইব্রেরি অব কংগ্রেস।
বিশ্বের সর্ববৃহৎ প্রাণী- নীল তিমি।
পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন- ২১ জুন।
পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন- ২২ ডিসেম্বর।
সর্বত্র দিনরাত্রি সমান - ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
বিশ্বের উল্লেখযোগ্য ট্যাবলেট কম্পিউটার- ব্ল্যাকপ্যাড, আইপ্যাড, স্ট্রিক, গ্যালাক্সি, ইপ্যাড, লেপ্যাড, সিয়াস প্রভৃতি।
অর্থনীতিতে প্রথম নোবেল দেয়া হয়- ১৯৬৯ সালে।
ঘূর্ণিঝড় ‘আইলা’র অর্থ- ডলফিন বা শুশুক জাতীয় এক ধরনের প্রাণী।
সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলি )
কোন সমু্দ্রে মানুষ সাতার না জানলেও অনায়াসা ভেসে থাকা যায় – ডেড সি বা মৃত সাগর (যার দৈর্ঘ্য ৮৮ কি:মি:, প্রস্হ ১৬ কি:মি:, গভীরতা ৪০৬ মি: ১৩৩২ ফুট গড় গভীরতা ৬ মিটার ,ইহা জরডানের আকাবা বন্দর ১০৭ কি:মি: দুরে অবস্থিত…এতে লবন ও ফসফেটের পরিমাণ বেশি থাকায় মানুষ সাতার কাটতে গিয় ডুবে যায় না) ।
টাইটানিক জাহাজ ডুবে যায়- ১৯১২ সালে ।
জাতিসংঘের প্রথম মহাসচিব– ট্রিগভেলি (নরওয়ে) ।
জাতিসংঘের বর্তমান সদস্য- ১৯৩ টি দেশ ।
প্রথম মুসলিম ব্যক্তি হিসেবে নোবেল পান- আনোয়ার সাদাত ।
বিশ্ব জনসংখ্যা দিবস– ১১ জুলাই ।
বিশ্ব সাস্থ্য দিবস পালিত হয়– ৭ এপ্রিল ।
SAPTA ভুক্ত দেশ– আটটি ।
UNICEF ও UNFPA এর সদর দপ্তর- নিউওয়ার্ক, যুক্তরাষ্ট্র।
ভিয়েত নামার মুদ্রার নাম- ডং ।
বিশ্বের গভীরতম খাত – ম্যারিয়ানা খাত ।
বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়- কারুইন বিশ্ববিদ্যালয়, মরক্কো ।
আকাবা যে দেশের সমুদ্র বন্দর- জর্ডান ।
সবচেয়ে ছোট পাখি- হামিং বার্ড ।
সর্ববৃহৎ সমুদ্রিক পাখি- অ্যালবাটর্স ।
NASA এর সদর দপ্তর অবস্থিত- ওয়াশিংটন ডিসি ।
যুক্তরাষ্ট্রের আইন সভার নাম -কংগ্রেস ।
আমেরিকার প্রথম প্রেসিডেন্ট- জর্জ ওয়াশিংটন ।
বিশ্বের সবচেয়ে দির্ঘজীবী প্রাণি বৃহৎ কচ্ছপ ।
পাখির রাজা বলা হয়- ঈগল পাখিকে ।
পলাশীর যুদ্ধ শুরু হয়- ১৭৫৭ সালের ২৩ জুন ।
A Brief History of Time গ্রন্থের লেখক- স্টিফেন হকিং ।
প্রথম অলিম্পিক শুরু হয়- ৭৭৬ খ্রিস্টাব্দে ।
আবু সায়াফ- ফিলিপাইনের গেরিলা সংস্থা ।
কারেন- মায়ানমারের গেরিলা সংস্থা ।
ফোর্স সেভেনটিন- ফিলিস্তিনের গেরিলা সংস্থা ।
হাজার হ্রদের দেশ- ফিনল্যান্ড(৩০তম বিসিএস) ।
পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ- ওশেনিয়া ।
জাতি সংঘের সদর দপ্তর অবস্থিত- নিউইয়র্কে(২৯তম বিসিএস) ।
জাতি সংঘের সর্বশেষ সদস্য- দক্ষিণ সুদান(১৯৩তম) ।
IFC বলতে- International finance Corporations কে বুঝায়(২৩তম বিসিএস) ।
পলাশীর যুদ্ধ সংঘটিত হয়- ১৭৫৭ সালে ।
ইরাক-মার্কিন যুদ্ধ শুরু হয়- ২০ মার্চ ২০০৩ ।
হিরোশিমাই এটম বোমা ফেলা হয়- ১৯৪৫ সালের ৬ আগস্ট (১০তম বিসিএস) ।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধে কবে জার্মানি আত্মসমর্পন করে- ১৯৪৫ সালের মে মাসে (১০তম বিসিএস) ।
OIC এর সদর দপ্তর- জেদ্দায়, সৌদি আরব ।
২০১০ সালে ফুটবলের অফিসিয়াল মাসকটের নাম- জাকুমি ।
বিশ্বের ৫০ বছরে সেরা ফুটবলার- পেলে ।
২০১৫ সালে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে- নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে ।
২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে- ইংল্যান্ডে ।
OPEC এর সদর দপ্তর- ভিয়েনা, অস্ট্রিয়া ।
বিশ্বের শ্রেষ্ঠ পপ তারকা- মাইকেল জ্যাকসন ।
মাদার তেরেসা কোন দেশে জন্ম গ্রহণ করেন- আলবেনিয়া(২৬তম বিসিএস) ।
রাজীব গান্ধীর হত্যাকরী নারীর নাম- নলিনী ।
বিশ্বের প্রথম মহিলা স্পিকার- ফাহমিদা মির্জা ।
শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মহিলার নাম- বার্থাভন সুটনার(অস্ট্রিয়া) ।
মানবাধিকার বাস্তবায়নে আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরিত হয়- ১৯৪৮ সালে(২৪তম বিসিএস) ।
হ্যারি পটার কি- সাম্প্রতিককালে সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই ।
প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়- কাঠমান্ডুতে ।
আধুনিক অলিম্পিকের জনক কে- ব্যরন পিয়ারে দ্য কুবাঁর্তা ।
২০১০ সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন- দিয়াগো ফোরলান,উরুগুয়ে ।
২০১০ সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট লাভ করেন- থমাস মুলার, জার্মানী ।
২০১৪ সালে ২০ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে- ব্রাজিলে ।
বিশ্বে প্রতি সেকেন্ডে লোক বৃদ্ধির সংখ্যা- ৩ জন ।
স্টিফিনে হকিং বিশ্বের একজন- পদার্থবিদ ।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী একাডেমী(IACA) যাত্রা শুরু করে-২ সেপ্টেম্বর ২০১০ ।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী একাডেমী(IACA) এর সদর দপ্তর-লাক্সেনবার্গ (অষ্ট্রিয়া)।
পৃথিবীর আয়তন- ৫১,১০,০০,০০০ বর্গকি:মি:।
সার্ক বিশ্ববিদ্যালয়- নয়াদিল্লি, ভারতে।
পৃথিবীতে মহাসাগরের সংখ্যা- ৫টি ।
পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম- প্রশান্ত মহাসাগর ।
সূর্য গড়ে ১১ বছর পর পর সোলার সুনামি (Solar Tsunami) সৃষ্টি করে।
‘সোলার ঈগল’ - সৌরশক্তিচালিত চালকবিহীন গোয়েন্দা বিমান (নির্মাতা প্রতিষ্ঠান-বোয়িং)।
বিশ্বের উল্লেখযোগ্য ট্যাবলেট কম্পিউটার- ব্ল্যাকপ্যাড, আইপ্যাড, স্ট্রিক, গ্যালাক্সি, ইপ্যাড, লেপ্যাড, সিয়াস প্রভৃতি।
পৃথিবীর প্রধান ভাষা- ১৬০ টি ।
সংখ্যার দিক থেকে সর্বাধিক ইন্টারনেট ব্যবহার কারী- চীনে ।
ইসরাইলের চালকবিহীন জঙ্গি বিমানের নাম- ‘ইটান’ যার অর্থ ‘শক্তিশালী’।
ফেব্রুয়ারি ২০১০ দেশ প্রথম জেলার রশ্মির সাহায্যে ক্ষেপণাস্ত্র ধ্বংস করে- যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, বর্তমান ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী মিসাইলগুলো জ্বালানি নিয়ন্ত্রিত।
১১ ফেব্রুয়ারি ২০১০ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা সূর্য অভিযানে কোন কত্রিম উপগ্রহটি পাঠায়- সোলার ডায়নামিক অবজারভেটরি (SDO)।
সার্ক বিশ্ববিদ্যালয়- নয়াদিল্লি, ভারতে।
ইসরাইলের চালকবিহীন জঙ্গি বিমানের নাম- ‘ইটান’ যার অর্থ ‘শক্তিশালী’।
২০১০ সালের গোল্ডেন গ্লোব পুরষ্কারে সেরা চলচ্চিত্র- অ্যাভাটার।
‘এভাটার’ চলচ্চিত্রের পরিচালক- জেমস ক্যামেরন।
বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম- রিয়াদ উইমেনস বিশ্ববিদ্যালয়।
পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান- ভারতের।
‘এক দেশ দুই পদ্ধতি নীতি’ চালু- চীনে।
‘সিনহুয়া’ সংবাদ সংস্থাটি- চিনের ।
ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়- মিশরীয়দেরকে।
আন্তর্জাতিক নদী বলা হয়- দানিয়ুব নদীকে।
প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়- ১৯১৪ সালে ।
বি-৫২ কি- এক ধরনের বোমার বিমান (১৭তম বিসিএস) ।
জাপানের পার্লামেন্টের নাম- ডায়েট (১১তম বিসিএস) ।
নেপালের পার্লামেন্টের পূর্ব নাম- পঞ্চায়েত (১৯তম বিসিএস) ।
***সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি ) :
বাংলাদেশের টাকশাল কোথায় অবস্থিত (যেখানে টাকা তৈরী করা হয়)- গাজীপুর,শিমুলতলী ।
বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত- গাজীপুর,শিমুলতলী ।
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ- সেন্টমার্টিন ।
বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন- মেজর জেমস রেনেল ।
বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য- ৭১১ কি:মি: ।
নিঝুম দ্বীপের পুরাতন নাম- বাউলার চর ।
যে দ্বীপে বাতি ঘর আছে- কুতুবদিয়া ।
বাংলাদেশে VAT চালু করা হয়- ১ জুলাই ১৯৯১ সালে ।
তুলা চাষের জন্য বেশী উপযোগী- যশোর ।
বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত- ১০:৬ বা ৫:৩ ।
বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর- চট্টগ্রাম ।
কর্ণফুলী নদীর উৎপত্তি- লুসাই পাহাড় ।
বাংলাদেশের জাতিয় পতাকার ডিজাইনার- কামরুল হাসান ।
হুমায়ূন ফরীদির পরকালগমন- ১৩ ফেব্রুয়ারি ২০১২ ইং এবং ১৯৫২ইং ২৯ মে ঢাকায় নারিন্দায় হুমায়ূন ফরীদির জন্ম, ২০০৪ সালে মাতৃত্ব ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পান, মৃত্যুকালে তার বয়স ৬০ বছর ।
BPL শুরু ১০ ফেব্রুয়ারি ২০১২ শেষ ২৯ ফেব্রুয়ারি ।
দেশে বর্তমান পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা -৩৪টি ।
বর্তমানে কতটি দেশে ঔষধ রপ্তানি হচ্ছে- ৭২টিরেও বেশি ।
১১তম শ্রমশক্তি জরিপে দেশে মোট বেকার সংখ্যা- ২৬ লাখ(বিবিএস)।
বাংলা একাডেমী পুরষ্কার প্রবর্তন করা হয়- ১৯৬০ ইং ।
মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত- সেগুনবাগিচা, ঢাকা ।
স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়-১৯৭৪ সালে(৫ম আদমশুমারি ১৫-১৯ মার্চ ২০১১ইং) ।
বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে- বিজয়পুরে ।
সাবাস বাংলাদেশ ভাষ্কর্যটির ভাষ্কর- নিতুন কুণ্ডু ।
লালবাগ কেল্লা নির্মাণ করেন- শায়েস্তা খান ।
রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার লাভ করেন- ১৯১৩ সালে ।
রাষ্ট্রের প্রধান আইনজীবিকে বলা হয়- অ্যাটর্নি জেনারেল ।
লালবাগ কেল্লা স্থাপন করেন– শায়েস্তা খান (১৬তম বিসিএস) ।
পরি বিবি কে ছিলেন- শায়েস্তা খানের কন্যা ।
বখতিয়ার খলজি বাংলা জয় করেন- ১২০৪ সালে(৩০তম বিসিএস) ।
বাংলাদেশের বৌদ্ধ বিহারের নির্মাতা- ধর্মপাল ।
বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন- লর্ড কর্নওয়ালিশ (২২তম বিসিএস) ।
বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয়- ১৭৯৩ সালে(১০তম বিসিএস) ।
বঙ্গভঙ্গ রদ হয় কত সালে- ১৯১১ সালে ।
বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যেক্তা কে ছিলেন- হাজী শরীয়তউল্লাহ(২০,২১তম বিসিএস) ।
প্রাচীন চন্দ্র দ্বীপের বর্তমান নাম- বরিশাল(১১তম বিসিএস ।
ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দূর্ভিক্ষ কত সালে ঘটে- ১৭৭০ সালে (বাংলা ১১৭৬খৃ:) ।
বাংলাদেশের সমুদ্র বন্দর ২টি- চট্টগ্রাম ও মংলা ।
শহীদ মিনারের স্থাপতি- হামিদুর রহমান ।
লালবাগ কেল্লা নির্মাণ করেন- মোহাম্মদ আজম শাহ ।
১০ তম ক্রিকেটের সবচেয়ে কম বয়সি অধিনায়ক- সাকিব আল হাসান,বাংলাদেশ ।
ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়-২৬ জুন ২০০০ সালে(৩০তম বিসিএস) ।
বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর- ৩টি(ঢাকা,চট্টগ্রাম,সিলেট)
মুজিব নগর কোথায় অবস্থিত- মেহেরপুরে ।
বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নরের নাম- নাজনীন সুলতানা ।
পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয়- ১৫-১৯ মার্চ ২০১১ ।
বাংলাদেশ প্রথম এশিয়ান গেমসে অংশ নেয়- ১৯৭৮ সালে ।
বাংলাদেশে মোট জনসংখ্যার- ১.১৩% উপজাতি ।
বাংলাদেশের উপজাতি বা আদিবাসী সংখ্যা- ২৭টি ।
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে- হুমায়ুন রশীদ চৌধুরী(২৭তম বিসিএস) ।
শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা- মানবেন্দ্র নারায়ণ লারমা ।
বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু- হার্ডিঞ্জ সেতু(এককভাবে)বঙ্গবন্ধু সেতু(বহুমুখী) ।
বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক - অধ্যাপিকা হান্নানা বেগম।
নবম ও বর্তমান জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য - ১৯ জন।
দেশের প্রথম গ্রানাইট খনি অবস্থিত - মধ্যপাড়া, দিনাজপুর।
দেশে অনলাইনে জিডি(General Diary-GD) কার্যক্রম শুরু হয়- ৫ মার্চ ২০১০।
তেল-গ্যাস অনুসন্ধানে সমুদ্র এলাকার ব্লক - ২৮টি।
এশিয়া এনার্জি কোন দেশভিত্তিক খনিজসম্পদ অনুসন্ধানকারী কোম্পানি- ব্রিটেন।
বাংলাদেশের প্রথম বেসরকারি কয়লা শোধনাগারের অবস্থান- বিরামপুর, দিনাজপুর।
বাংলাদেশের প্রথম ও একমাত্র আন-র্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বোটানিক্যাল গার্ডেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন।
দেশের প্রথম নারী ওসির নাম- হোসনে আরা বেগম।
জাতীয় সংসদের প্রথম নারী হুইপ- সাগুফতা ইয়াসমিন এমিলি।
মহামায়া কৃত্রিম লেখ অবস্থিত- মিরসরাই (চট্টগ্রাম)।
ফুলবাড়ী (বিটুমিনাস) কয়লা খনি জেলায় অবস্থিত - দিনাজপুর।
সেমুতাং গ্যাসফিল্ড অবস্থিত- মানিকছড়ি, খাগড়াছড়ি।
মৎস্য প্রশিক্ষণ ইনষ্টিটিউট অবস্থিত- চাঁদপুর।
পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্র অবস্থিত- খাগড়াছড়ি।
ইভটিজিং ভাষার শব্দ- ইংরেজিতে বাংলা প্রতিশব্দ ‘উত্ত্যক্ত করা।
বাংলাদেশে ড্রাগ টেষ্টিং ল্যাবরেটরি রয়েছে- ২টি (মহাখালী ও চট্টগ্রাম)।
জনসংখ্যা নিয়ন্ত্রণে দেশব্যাপী নতুন স্লোগান- দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ।
জাতীয় কৃষি দিবস- পহেলা অগ্রহায়ণ।
দেশের ডাক বিভাগে মোবাইল মনি অর্ডার সার্ভিস চালু হয়- ৯ মে ২০১০।
১ নভেম্বর ২০১০ ঢাকা-চট্টগ্রাম রুটে আন্তঃনগর ট্রেন উদ্বোধন করা হয়- চট্টলা এক্সপ্রেস।
সারা দেশে নিবন্ধিত কৃষকের সংখ্যা- এক কোটি ৮০ লাখ।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশন- রজিত মিত্র।
ঢাকার বাইরে প্রথম টেষ্টটিউব শিশু জন্ম হয়- কুমিল্লা।
ফুলবাড়ী (বিটুমিনাস) কয়লা খনি জেলায় অবস্থিত- দিনাজপুর।
ঘূর্ণিঝড় ‘আইলা’ নামকরণ করে দেশ- মালদ্বীপ।
ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়- লাহোরে (২২তম বিসিএস) ।
মুক্তিযু্দ্ধের সময় মোট- ১১টি সেক্টর ছিল (২৯তম বিসিএস) ।
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন- জেনারেল আতাওল গনি ওসমানি(২৯তম বিসিএস) ।
মুজিবনগর কোথায় অবস্থিত- মেহেরপুর (১৮তম বিসিএস) ।
ঢাকা বিভাগে কয়টি জেলা আছে- ১৭টি (২২তম বিসিএস) ।
বাংলাদেশের সবচেয়ে উওরের জেলা- পঞ্চগড় (২২তম বিসিএস) ।
বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন- সেন্টমার্টিন (২৮তম বিসিএস) ।
বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ- ভারত (২৯তম বিসিএস) ।
বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয়- ১৯৭৩ সালে(২৭তম বিসিএস) ।
বাংলাদেশের পোস্টাল একডেমী কোথায় অবস্থিত- রাজশাহী(২৭তম বিসিএস) ।
বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউবে মা হন- ফিরোজা বেগম(২৭তম বিসিএস) ।
ঢাকা বাংলার রাজধানী স্হাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন- ইসলাম খান(২৬তম বিসিএস) ।
‘সূর্য্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রর পরিচালক কে ছিলেন- শেখ নিয়ামত শাকের(২৬তম বিসিএস) ।
বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত- ঈশ্বরদী(২৬তম বিসিএস) ।
মানবাধিকার দিবস পালিত হয়-১০ ডিসেম্বর(২৬তম বিসিএস) ।
প্রধান নির্বাচন কমিশনারের মিয়াদকাল কত- ৫ বছর(২৫তম বিসিএস) ।
বাংলাদেশ কোন সালে CTBT এর অনুমোদন করে-২০০০ সালে(২৫তম বিসিএস) ।
বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়- বগুড়া(২৫তম বিসিএস) ।
‘সাবমেরিন কেবল’ প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম- ডাক ও টেলিযোগাযোগ(২৫তম বিসিএস) ।
কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে- মিজোরাম(২৫তম বিসিএস) ।
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম- পূর্বাশা দ্বীপ(২৪তম বিসিএস) ।
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর- বেনাপোল(২৪তম বিসিএস) ।
সাধারণ জ্ঞান(সাহিত্যিক বিষয়াবলি )
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা কে- আব্দুল গাফ্ফার চৌধুরী।
প্রাচীন যুগের নিদর্শন কোন ভাষা- চর্যাপদ ।
চর্যাপদ আবিস্কার করেন- হরপ্রসাদ শাস্ত্রী, ১৯০৭ সালে ।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ-কমেইডি অব এররস (২৩তম বিসিএস)।
‘প্রভাবতী সম্ভাষণ’ আর রচনা- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২১তম বিসিএস) ।
কখনো উপন্যাস লেখেননি- সুধীন্দ্রনাথ দত্ত (২৩তম বিসিএস) ।
ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম অধ্যাপকের নাম- উইলিয়াম কেরি।
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়- ১৮০১ সালে (২৬তম বিসিএস)।
কোনটি ‘তদ্ভব’ শব্দ- চাঁদ(১০ম বিসিএস) ।
বাংলা ভাষা কোন শব্দ দুইটি গ্রহণ করেছে চিনা ভাষা থেকে- চা,চিনি (১২তম বিসিএস) ।
‘কবর’ নাটক কার রচনা- মুনীর চৌধুরী (১০তম বিসিএস) ।
‘পথের দাবী’ উপন্যাসের রচয়িতা- শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় (২২তম বিসিএস) ।
‘নদী ও নারী’ কার রচনা- হুমায়ুন কবির (২০তম বিসিএস) ।
‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচিয়তা- ফররুখ আহমদ (২৮তম বিসিএস) ।
লৌখিক কাহিনীর প্রথম রচয়িতা কে- দৌলত কাজী(২৭তম বিসিএস) ।
মিশ্র শিল্প কোনটি- নাটক ।
জীবনান্দ দাশের জন্মস্হান কোন জেলায়- বরিশাল(১৬তম বিসিএস)।
পেয়ারা কোন ভাষা থেকে আগত- পুতর্গিজ (২৩তম বিসিএস) ।
কাচিঁ কোন ধরনের শব্দ- তুর্কি(২৫তম বিসিএস) ।
খাটিঁ বাংলা শব্দকে বলা হয়- তদ্ভব শব্দ ।
***Noun
What kind of noun is “Girl”- Common(10th BCS).
What kind of noun is “cattale”- Collective(10th BCS).
Which is the noun of the word “beautiful”- Beatuy(27th BCS).
***Pronoun
I have readthe book ___ you lent me- that(24th BCS).
One should be careful about____duty- one’s(23th BCS).
Each of the actors made____entrance on time- his(21th BCS).
Who, What, Which are- Relative Pronoun(12th BCS).
***Preposition
The tree has been blown____the strong wind- off(21th BCS).
The intellectual can no longer be said to live____the margins of society- beyond(28th BCS).
Are you doing anything special_____the weekend- at(15th BCS).
We have recently entered_____an agreement with the Inland Co-operatrive Society- into(13th BCS).
What is the time____your watch- by(12th BCS).
He has assured me_____safetly- of(11th BCS).
I am not bad___tennis- at(10th BCS).
Rizvi requested Rini___telephone to attend the meeting- over(28th BCS).
Many prefer donating money___distributing clothes- to(28th BCS).
Julia has been ill___three months-for(28th BCS).
When they had their first child, they put___large sum for his education- aside(28th BCS).
I am good___translation- at(27th BCS).
He divided the money___the two children- between(26th BCS).
The man died___over eating- from(25th BCS).
He parted___his his friends in tears- from(24th BCS).
I conunt___your help- upon(23th BCS).
He has paid the penalty____his crimes___five years in prison- to,with(22th BCS).
***Voice
* I offrered him a job. (28th BCS).
-He was offered a job by me.
*Do this work. (28th BCS).
-Let the work be done.
*He is writing a letter. (28th BCS).
-A letter is being written by him.
*Passive form of ‘My teatcher embodies all the good qualities.’ (27th BCS).
-All the good qualities age embodies in my teacher.
*Identify the correct passive form of “He is going to open a shop” (26th BCS).
-A shop is going to be opened by him.
*Identify the correct passive form “Open the window”. (23th BCS).
-Let the window be opened.
*The passive form of ‘some children were helping the wounded man’(20th BCS).
-The wounded man was being helped by some children.
*Passive form of ‘People always remembered patriots. (15th BCS).
-The patriots are always remembered by the people.
*The boy purchased a nice pen. (28th BCS).
-A nice pen was purchased by the boy.
*Open the door. (28th BCS).
-Let the door be opened.
*The hunter shot a bird. (28th BCS).
-A bird was shot by the hunter.
***কিছু পূর্ণনাম :
ADB= Asia Development Bank
ACC=Anti Corruption Commission
CNG=Compressed Natural Gas.
HTTP=Hyper Text Transfer Protocol
WWW=World Wide Wed
RAM=Random Access Memory(কম্পিউটারের অস্থায়ী মেমোরি)
ROM=Read Only Memory(কম্পিউটারের স্থায়ী মেমোরি)
RADAR= Radio Detection And Ranging(একে ইলেক্ট্রনিকস চক্ষু বলা হয়)
LAN= Local Area Network
WAN= Wide Area Network
LED= Light Emitting Diode
OMR= Optical Mark Reader
BCS= Bangladesh Civil Service
VAT= Value Added Tax
BRTC= Bangladesh Road Transport Corporation
B.Sc= Bachelor of Science
CNN= Cable News Network
EPZ= Export Processing Zone
ICC= International Cricket Council
OIC=Organization of Islamic Conference
PDB= Power Development Board
PhD= Doctor of Philosophy
O Level= Ordinary Level
A Level= Advanced Level
BBC= British Broadcasting Corporation
BRAC= Bangladesh Rural Advancement Committee
T&T=Telephone and Telegraph
WASA= Water Supply and Sewerage Authority
WTO=World Tourism Organization
WTO= World Trade Organization
Comments 0