Home  • General Knowledge • Science & Technology

সাধারণ জ্ঞান - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

General Knowledge (1) বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়: ১৯৯৩ সালে। (2) বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করেঃ ১৯৯৬ সালে। (3) বাংলাদেশে কবে , কোথায় প্রথম সাইবার ক্যাফে চালু হয়? উঃ ১৯৯৯ সালে, বনানীতে। (4) ইন্টারনেটের মাধ্যমে কম খরচে ফোন করার প্রযুক্তির নাম কি? উঃ ভিওআইপি। (5) বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম কি? উঃ সিটিসেল, ১৯৯৩ সাল। (6) বিশ্বের প্রথম ডাক টিকেট চালু হয় কোথায়? উঃ ব্রিটেনে। (7) ভারতবর্ষে কখন ডাক টিকেট চালু হয়?উঃ ১৮৭৫ সালে। (8) বাংলাদেশে সর্বপ্রথম ডাক টিকেট চালু হয়? ২০ জুলাই, ১৯৭১ সালে। (9) বাংলাদেশে ই-পোস্ট সার্ভিস কবে চালু হয়? উঃ ১৬ আগষ্ট, ২০০০। (10) বাংলাদেশের প্রথম অনলাইন কুরিয়ার সার্ভিসের নাম কি? উঃ ইজি-পোস্ট। (11) বাংলাদেশে কবে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয়? ৪ জানুয়ারী, ১৯৯০। ► বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম পিপীলিকা (Pipilika)। ► প্রথম বাংলাদেশী হিসেবে সাজিদ আলী হাওলাদার কোনো প্রাণী আবিষ্কার করেন। ► গ্রে উলফ নামে পরিচিত : কামাল আতাতুর্ক। ► জাতিসংঘ সনদের রচয়িতা : Archibald Macleish. ► বিশ্বের বৃহত্তম লাইব্রেরি : লাইব্রেরি অব কংগ্রেস। ► কানাডায় যেই পরিমাণ লেক আছে, সমগ্র পৃথিবীতে একত্রেও সেই পরিমাণ লেক নেই।। ► পৃথিবীতে মোট ৩০০০ এরও বেশি প্রজাতির মশা আছে!! ► UNFPA বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটিতে পৌঁছার দিন পালন করে ৩১ অক্টোবর ২০১১। ► লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি নিহত হন ২০ অক্টোবর ২০১১। ► স্টিব জবস মারা যান কবে ৫ অক্টোবর ২০১১। ► কাশি যদি না কমে সেই ক্ষেত্রে তুলসী পাতা এবং আদা পিষে মধুর সঙ্গে মিশিয়ে খান, এতে উপকার পাবেন ৷

Comments 1


thanks dear sir

Share

Copyright © 2024. Powered by Intellect Software Ltd