Home  • General Knowledge • Mathematics

অনুপাতের অংক ১৫ সেকেন্ডে সমাধানের কৌশল

নিয়োগ পরীক্ষার জন্য আপনার হাতে সময় খুবই কম। অল্প সময়ে করতে হবে জটিল সব অংক। তবে কিছু টেকনিক মনে রাখলে অল্প সময়েই আপনি অংকের সমাধান করতে পারবেন। সময় লাগবে মাত্র ২০ সেকেন্ড। আজ আপনাদের দেখাবো কিভাবে অল্প সময়ে অনুপাতের অংকের সমাধান করা যা। এজন্য ৩টি টেকনিক মনে রাখতে হবে-

সূত্র -১ | মনে রাখুনঃ যখন দুইটি অনুপাতের সংখ্যা দুইটির প্রার্থক্য একই হয় তখন-

টেকনিক - ১ : `p=(x/s xx d)` অর্থাৎ `"মিশ্রিত দ্রব্যের পরিমাণ (p)" = ("মোট মিশ্রনের পরিমাণ (x)" / "অনুপাতের ছোট সংখ্যা (s)") × "অনুপাতের প্রার্থক্য (d)"` উদাহরণ : 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রনের অনুপাত 7 : 3 ওই মিশ্রনে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে? সমাধানঃ `p = (x/s xx d)` = `(60 / 3) xx (7-3)` = `20 x× 4` = 80 উত্তর: 80

সূত্র- ২ | মনে রাখুন, যখন দুইটি অনুপাতের সংখ্যা ২টির প্রার্থক্য ভিন্ন হয় তখন-

টেকনিক-২ : `p=w / (s_1+ s_2)` অর্থাৎ, `"মিশ্রিত বস্তুর পরিমান (p)" = "বস্তুর মোট ওজন (w)" / ("১ম অনুপাতের সংখ্যা দুটির যোগফল " (s_1 + s_2))` উদাহরণ: একটি স্বর্ণের গহনার ওজন 16 গ্রাম। তাতে স্বর্ণের পরিমান : তামার পরিমান= 3:1 তাতে আর কি পরিমান সোনা মেশালে অনুপাত 4:1 হবে। সমাধান : `p=(w / (s_1 + s_2))` =`(16 /(3+1))` =`16/4` =4 উত্তর : 4

সূত্র -৩ | উত্তর রাশি বের করার টেকনিক

টেকনিক-৩ `"উত্তর রাশি" = ("২য় অনুপাত" × "পূর্ব রাশি") / "১ম অনুপাত "` উদাহরণ : দুইটি রাশির অনুপাত 4: 7 । পূর্ব রাশি 24 হলে উত্তর রাশি কত??? সমাধান : `"উত্তর রাশি" = ("২য় অনুপাত" xx "পূর্ব রাশি") / "১ম অনুপাত "` = `(7 × 24)/(4)` = 42 উত্তর = 42

Comments 0


Share

Copyright © 2024. Powered by Intellect Software Ltd