Home  • General Knowledge • Science & Technology

সাধারণ জ্ঞান - বিজ্ঞান ও প্রযুক্তি - lesson 1

• পানির তলায় মাটি কাটার যন্ত্র- ড্রেডলার। • বধির লোকদের শোনার সাহায্যকারী যন্ত্র- ইয়ার ট্রাম্পেট । • জিওলজি(Geology)হল- ভূ-তত্ত্ববিদ্যা। • জুওলজি(Zoology)হল- প্রাণীবিদ্যা । • সূর্যোদয়ের দেশ বলা হয়- জাপানকে। • বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ- ইন্দোনেশিয়া। • ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’- ২০ অক্টোবর। • ‘ক্যাম্প নামা’ কোন দেশের কারাগার- ইরাক। • পানামার বিমান সংস্তার নাম- কোপা। • পৃথিবীর ছাদ বলা হয়- পামির মালভূমিকে। • ডিনামাইট আবিস্কারক- আলফ্রেড নোবেল (জাতীয়তা সুইডিশ) আবিস্কারের সাল- ১৮৬৬ ইং আবিস্কারকের জন্ম-১৮৩৩ ইং আবিস্কারকের মৃত্যু ১৯৯৬ ইং । • যুদ্ধ ট্যাংক আবিস্কারক- ই. ডি. সুইন্টন (জাতীয়তা ইংলিশ) আবিস্কারের সাল- ১৯১৪ ইং আবিস্কারকের জন্ম-১৮৬৮ ইং আবিস্কারকের মৃত্যু ১৯৫১ ইং । • টেলিস্কোপ আবিস্কারক- গ্যালিলিও গ্যালিলি (জাতীয়তা ইতালিয়ান) আবিস্কারের সাল- ১৬০৯ ইং আবিস্কারকের জন্ম-১৫৬৪ ইং আবিস্কারকের মৃত্যু ১৬৪২ ইং । • ট্রান্সফরমার আবিস্কারক- ডাব্লিউ. স্ট্যানলি (জাতীয়তা আমেরিকান) আবিস্কারের সাল- ১৮৫৫ ইং আবিস্কারকের জন্ম-১৮৫৮ ইং আবিস্কারকের মৃত্যু ১৯১৬ ইং । • কলম আবিস্কারক- এল. ই. ওয়াটারম্যান (জাতীয়তা আমেরিকান) আবিস্কারের সাল- ১৮৮৪ ইং আবিস্কারকের জন্ম-১৮৩৭ ইং আবিস্কারকের মৃত্যু ১৯০১ ইং । • বৈদ্যুতিক বাল্ব আবিস্কারক- টমাস আলবা এডিসন (জাতীয়তা আমেরিকান) আবিস্কারের সাল- ১৮৭৯ ইং আবিস্কারকের জন্ম-১৮৪৭ ইং আবিস্কারকের মৃত্যু ১৯৩১ ইং ।

Comments 0


Share

Copyright © 2024. Powered by Intellect Software Ltd