Home  • General Knowledge • International

সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলি - lesson 1

• সার্ক বিশ্ববিদ্যালয়- নয়াদিল্লি, ভারতে। • ইসরাইলের চালকবিহীন জঙ্গি বিমানের নাম- ‘ইটান’ যার অর্থ ‘শক্তিশালী’। • ২০১০ সালের গোল্ডেন গ্লোব পুরষ্কারে সেরা চলচ্চিত্র- অ্যাভাটার। • ‘এভাটার’ চলচ্চিত্রের পরিচালক- জেমস ক্যামেরন। • বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম- রিয়াদ উইমেনস বিশ্ববিদ্যালয়। • পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান- ভারতের। • ‘এক দেশ দুই পদ্ধতি নীতি’ চালু- চীনে। • ‘সিনহুয়া’ সংবাদ সংস্থাটি- চিনের । • ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়- মিশরীয়দেরকে। • আন্তর্জাতিক নদী বলা হয়- দানিয়ুব নদীকে। • প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়- ১৯১৪ সালে । • বি-৫২ কি- এক ধরনের বোমার বিমান (১৭তম বিসিএস) । • জাপানের পার্লামেন্টের নাম- ডায়েট (১১তম বিসিএস) । • নেপালের পার্লামেন্টের পূর্ব নাম- পঞ্চায়েত (১৯তম বিসিএস) ।

Comments 1


It's good things for growing knowledge

Share

Copyright © 2024. Powered by Intellect Software Ltd