• বিশ্বে প্রতি সেকেন্ডে লোক বৃদ্ধির সংখ্যা- ৩ জন ।
• স্টিফিনে হকিং বিশ্বের একজন- পদার্থবিদ ।
• আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী একাডেমী(IACA) যাত্রা শুরু করে-২ সেপ্টেম্বর ২০১০ ।
• আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী একাডেমী(IACA) এর সদর দপ্তর-লাক্সেনবার্গ (অষ্ট্রিয়া)।
• পৃথিবীর আয়তন- ৫১,১০,০০,০০০ বর্গকি:মি:।
• সার্ক বিশ্ববিদ্যালয়- নয়াদিল্লি, ভারতে।
• পৃথিবীতে মহাসাগরের সংখ্যা- ৫টি ।
• পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম- প্রশান্ত মহাসাগর ।
• সূর্য গড়ে ১১ বছর পর পর সোলার সুনামি (Solar Tsunami) সৃষ্টি করে।
• ‘সোলার ঈগল’ – সৌরশক্তিচালিত চালকবিহীন গোয়েন্দা বিমান (নির্মাতা প্রতিষ্ঠান-বোয়িং)।
• বিশ্বের উল্লেখযোগ্য ট্যাবলেট কম্পিউটার- ব্ল্যাকপ্যাড, আইপ্যাড, স্ট্রিক, গ্যালাক্সি, ইপ্যাড, লেপ্যাড, সিয়াস প্রভৃতি।
• পৃথিবীর প্রধান ভাষা- ১৬০ টি ।
• সংখ্যার দিক থেকে সর্বাধিক ইন্টারনেট ব্যবহার কারী- চীনে ।
• ইসরাইলের চালকবিহীন জঙ্গি বিমানের নাম- ‘ইটান’ যার অর্থ ‘শক্তিশালী’।
• ফেব্রুয়ারি ২০১০ দেশ প্রথম জেলার রশ্মির সাহায্যে ক্ষেপণাস্ত্র ধ্বংস করে- যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, বর্তমান ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী মিসাইলগুলো জ্বালানি নিয়ন্ত্রিত।
• ১১ ফেব্রুয়ারি ২০১০ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা সূর্য অভিযানে কোন কত্রিম উপগ্রহটি পাঠায়- সোলার ডায়নামিক অবজারভেটরি (SDO)।
Comments 0