Home  • General Knowledge • Bengali & Literature

সাধারণ জ্ঞান - সাহিত্যিক বিষয়াবলি-2

• ‘কবর’ নাটক কার রচনা- মুনীর চৌধুরী (১০তম বিসিএস) । • ‘পথের দাবী’ উপন্যাসের রচয়িতা- শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় (২২তম বিসিএস) । • ‘নদী ও নারী’ কার রচনা- হুমায়ুন কবির (২০তম বিসিএস) । • ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচিয়তা- ফররুখ আহমদ (২৮তম বিসিএস) । • লৌখিক কাহিনীর প্রথম রচয়িতা কে- দৌলত কাজী(২৭তম বিসিএস) । • মিশ্র শিল্প কোনটি- নাটক । • জীবনান্দ দাশের জন্মস্হান কোন জেলায়- বরিশাল(১৬তম বিসিএস)। • পেয়ারা কোন ভাষা থেকে আগত- পুতর্গিজ (২৩তম বিসিএস) । • কাচিঁ কোন ধরনের শব্দ- তুর্কি(২৫তম বিসিএস) । • খাটিঁ বাংলা শব্দকে বলা হয়- তদ্ভব শব্দ ।

Comments 0


Share

Copyright © 2024. Powered by Intellect Software Ltd