• OPEC এর সদর দপ্তর- ভিয়েনা, অস্ট্রিয়া ।
• বিশ্বের শ্রেষ্ঠ পপ তারকা- মাইকেল জ্যাকসন ।
• মাদার তেরেসা কোন দেশে জন্ম গ্রহণ করেন- আলবেনিয়া(২৬তম বিসিএস) ।
• রাজীব গান্ধীর হত্যাকরী নারীর নাম- নলিনী ।
• বিশ্বের প্রথম মহিলা স্পিকার- ফাহমিদা মির্জা ।
• শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মহিলার নাম- বার্থাভন সুটনার(অস্ট্রিয়া) ।
• মানবাধিকার বাস্তবায়নে আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরিত হয়- ১৯৪৮ সালে(২৪তম বিসিএস) ।
• হ্যারি পটার কি- সাম্প্রতিককালে সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই ।
• প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়- কাঠমান্ডুতে ।
• আধুনিক অলিম্পিকের জনক কে- ব্যরন পিয়ারে দ্য কুবাঁর্তা ।
• ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন- দিয়াগো ফোরলান,উরুগুয়ে ।
• ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট লাভ করেন- থমাস মুলার, জার্মানী ।
• ২০১৪ সালে ২০ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে- ব্রাজিলে ।
Comments 0