Home  • General Knowledge • Science & Technology

সাধারণ জ্ঞান - বিজ্ঞান ও প্রযুক্তি - lesson 8

• মস্তিষ্কের ওজন- ১.৩৬ কেজি । • পুর্ণবয়স্ক মানুষের হৃদপিন্ডের ওজন- ৩০০ গ্রাম । • স্বর্ণের খাদ বের করতে যে এসিড ব্যবহার করা হয় তার নাম- নাইট্রিক এসিড(২৪তম বিসিএস) । • তামা ও দস্তার মিশ্রণে তৈরী হয়- পিতল । • হাড় ও দাঁতকে মজবুত করে- ফসফরাস(২৬তম বিসিএস) । • মানুষ প্রতিদিন- ১ থেকে ১.৫ লিটার মূত্র নিঃসৃত করে । • ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা- এসিড মশা(৩০তম বিসিএস)। • চাঁদে কোন শব্দ করলে শোনা যায় না কেন- চাঁদে কোন বায়ুমন্ডল নেই বলে(১৬তম বিসিএস) । • শুষ্ক বরফের সংকেত – CO2 (হিমায়িত কার্বন ডাইঅক্সাইড) (২৬তম বিসিএস) । • প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ- উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়(২৭,১০তম বিসিএস) • বৈদ্যুতিক বালভের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরী- টাংস্টেন(২৯তম বিসিএস) । • সমুদ্রের গভীরতা মাপা হয়- ফ্যাদোমিটার দিয়ে(২০তম বিসিএস) । • রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বাহির হয়- গামা রশ্মি(১৬তম বিসিএস) । • ক্যালকুলেটর আবিস্কারক- চার্লস ব্যাবেজ(জাতীয়তা ইংলিশ)আবিস্কারের সাল- ১৮৩৩ ইং আবিস্কারকের জন্ম-১৭৯২ ইং আবিস্কারকের মৃত্যু ১৮৩৩ ইং । • ক্যাসেট আবিস্কারক(অডিও)- ফিলিপ্স কোম্পানী(জাতীয়তা ডাচ)আবিস্কারের সাল- ১৯৬৩ ইং । • ক্যাসেট আবিস্কারক(ভিডিও)- সনি কোম্পানী(জাতীয়তা জাপানি)আবিস্কারের সাল- ১৯৬৩ ইং । • দোলক ঘড়ি আবিস্কারক- সি.হাইজেন্স(জাতীয়তা ডাচ)আবিস্কারের সাল- ১৬৫৭ ইং আবিস্কারকের জন্ম-১৬২৯ ইং আবিস্কারকের মৃত্যু ১৬৯৫ ইং ।

Comments 0


Share

Copyright © 2024. Powered by Intellect Software Ltd