Home  • General Knowledge • International

সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলি - lesson 3

• হাজার হ্রদের দেশ- ফিনল্যান্ড(৩০তম বিসিএস) । • পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ- ওশেনিয়া । • জাতি সংঘের সদর দপ্তর অবস্থিত- নিউইয়র্কে(২৯তম বিসিএস) । • জাতি সংঘের সর্বশেষ সদস্য- দক্ষিণ সুদান(১৯৩তম) । • IFC বলতে- International finance Corporations কে বুঝায়(২৩তম বিসিএস) । • পলাশীর যুদ্ধ সংঘটিত হয়- ১৭৫৭ সালে । • ইরাক-মার্কিন যুদ্ধ শুরু হয়- ২০ মার্চ ২০০৩ । • হিরোশিমাই এটম বোমা ফেলা হয়- ১৯৪৫ সালের ৬ আগস্ট (১০তম বিসিএস) । • দ্বিতীয় বিশ্ব যুদ্ধে কবে জার্মানি আত্মসমর্পন করে- ১৯৪৫ সালের মে মাসে (১০তম বিসিএস) । • OIC এর সদর দপ্তর- জেদ্দায়, সৌদি আরব । • ২০১০ সালে ফুটবলের অফিসিয়াল মাসকটের নাম- জাকুমি । • বিশ্বের ৫০ বছরে সেরা ফুটবলার- পেলে । • ২০১৫ সালে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে- নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে । • ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে- ইংল্যান্ডে ।

Comments 0


Share

Copyright © 2024. Powered by Intellect Software Ltd