Home  • Online Tips • Study

বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রস্তুতি : রসায়ন

১. স্থায়ী খরতাবিশিষ্ট পানির লবণসমূহ- ক. ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়ামের ক্লোরাইড ২. অ্যাকোয়া রেজিয়া তৈরি হয় গাঢ় HNO3-এর সঙ্গে কোনটির বিক্রিয়ার ফল- ক. গাঢ় H2SO4 খ. গাঢ় HCl গ. গাঢ় H3PO4 ঘ. গাঢ় HBR ৩. ‘বোরের পরমাণু মডেল’ কোনটির ওপর ভিত্তি করে তৈরি? ক. কোয়ানটাম থিওরি খ. ডাল্টনস পারমাণবিক থিওরি গ. তড়িৎ বিয়োজন থিওরি ঘ. উপরের কোনটিই নয় ৪. কিউপ্রাস ক্লোরাইড দ্রবণকে বাতাস কিংবা অক্সিজেনের সংস্পর্শে আনলে কী হয়? ক. এটা হালকা নীল বর্ণ ধারণ করে। খ. এটা হলদে-সবুজ বর্ণ ধারণ করে। গ. এটা নীল বর্ণ ধারণ করে। ঘ. এটা সবুজ বর্ণ ধারণ করে। ৫. সালফার সরাসরি নিম্নের কোনটি ছাড়া সব ধাতুর সঙ্গে যুক্ত হতে পারে? ক. লৌহ খ. প্লাটিনাম গ. জিংক ঘ. কপার ৬. বৈদ্যুতিক রেফ্রিজারেটর শীতলীকরণের জন্য কোনটি ব্যবহার করা হয়? ক. তরল NH3 খ. NH4Cl গ. CO2 ঘ. NH4OH ক. নরমালিটি তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয়। খ. প্রতি লিটারে ৯৮ গ্রাম H2SO4বি গ.CO2 ঘ. NH4OH ৭. কোনটি মিথ্যা? ক. নরমালিটি তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয়। খ. প্রতি লিটারে ৯৮ গ্রাম H2SO4 বিশিষ্ট দ্রবণের মোলারিটি ১। গ. 4% NaOH দ্রবণের মাত্রা 4.ON ঘ. HNO3-এর গ্রাম তুল্য ওজন = ৬৩ মস ৮. ১খ দ্রবণেই ১ মোল দ্রব দ্রবীভূত থাকলে। ওই দ্রবণকে বলা হয়- ক. মোলাল দ্রবণ খ. মোলার দ্রবণ গ. অসমোলার দ্রবণ ঘ. নরমাল দ্রবণ ৯. পর্যায় সারণির VIIA-এর মৌলগুলোকে বলা হয়- ক. নিষ্ক্রিয় গ্যাস ঘ. হ্যালোজেন গ. ক্ষারীয় গ্যাস ঘ. অবস্থান্তর মৌল ১০. ক্লোরিন ব্যবহৃত হয়- ক. ল্যাবরেটরিতে অ্যাকুয়া রিজিয়া প্রস্তুত করতে খ. অ্যালকোহল ও রঙ শিল্পে গ. বিষাক্ত গ্যাস তৈরিতে ঘ. পরীক্ষাগারে বিকারক হিসেবে ব্যবহৃত হয় ১১. স্থির তাপমাত্রায় ১০০ পস চাপে কোন গ্যাসের আয়তন ৫ লিটার হলে ৫০ পস চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? ক. ৫খ খ. ১০খ গ. ৭.৫খ ঘ. ১২.৫খ ১২. মৌলের ধর্মসমূহ পর্যায়ক্রমে আবর্তিত হয়- ক. পারমাণবিক সংখ্যার সঙ্গে খ. পারমাণবিক ভরের সঙ্গে গ. নিউট্রন সংখ্যার সঙ্গে ঘ. উপরের কোনটিই নয় ১৩. অধাতুর অক্সাইডসমূহের প্রকৃতি কী? ক. ক্ষারীয় খ. অম্লীয় গ. নিরপেক্ষ ঘ. কোনটিই না। ১৪. ঘ২ঙ৩ তে ঘ২-এর সুপ্ত যোজ্যতা কত? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ ১৫. 1L O.1N (নরমাল) দ্রবণে Na2CO3-এর পরিমাণ হল- ক. ৪.৯মস খ. ৪ মস গ. ৬.৩ মস ঘ. ৫.৩ মস ১৬. বিপরীত অনুপাত সূত্র আবিষ্কারক- ক. প্রাউস্ট খ. ডাল্টন গ. রিক্টার ঘ. অ্যাভোগেড্রো ১৭. চিকিৎসকাভ অনেক সময় রোগীদের এনজাইম খাওয়ার পরামর্শ দেন, কারণ- ক. এনজাইম প্রভাবক হিসেবে কাজ করে খ. এনজাইম দেহ বৃদ্ধিতে সহায়তা করে গ. শ্বসনে অংশগ্রহণ করে ঘ. রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। ১৮. জিংক অক্সাইড কউ ধরনের অক্সাইড? ক. উভধর্মী খ. অম্লীয় গ. ক্ষারীয় ঘ. নিরপেক্ষ ১৯. কোন অধাতু সাধারণ অবস্থায় তরল থাকে? ক. আয়োডিন খ. ফ্লোরিন গ. ব্রোমিন ঘ. ক্লোরিন ২০. যেটিকে শনাক্তকরণের জন্য নিন হাইড্রিন ব্যবহার করা যেতে পারে- ক. অ্যালকোহল খ. নাইট্রাইল গ. ডাই পেপটাইড ঘ. শাখায়িত হাইড্রো কার্বণ উত্তর : ১. ক ২. খ ৩. ক ৪. গ ৫. খ ৬. ক ৭.গ ৮. খ ৯. খ ১০. গ ১১. খ ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. গ

Comments 0


Share

Copyright © 2024. Powered by Intellect Software Ltd